এক যুগ পর বাড়তে চলেছে দেশলাইয়ের দাম

জ্বালানির দামবৃদ্ধির পাশাপাশি  ১৪ বছর পর ফের দাম বাড়তে চলেছে দেশলাইয়ের দাম। এক টাকার পরিবর্তে একটি দেশলাই বাক্সের দাম হবে দু’টাকায়। আগামী ১ ডিসেম্বর থেকেই নয়া দাম কার্যকর হচ্ছে। বৃহস্পতিবার শিবকাশিতে অল ইন্ডিয়া চেম্বার ফর ম্যাচসের বৈঠকে এই দামবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন:জ্বালানির জ্বালা! সেঞ্চুরির গণ্ডি পার করে ফের ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেল

দেশলাই উৎপাদনকারী সংস্থাগুলিক দাবি, ১৪টি কাঁচামালের দাম বেড়ে গিয়েছে। রেড ফসফরাসের দাম ৪২৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৮১০ টাকা। ৫৮ টাকার মোম এখন ৮০ টাকায় কিনতে হচ্ছে। বাক্স তৈরির কাগজের দাম ৩৬ টাকা থেকে হয়েছে ৫৫ টাকা। ভিতরের কাগজের দাম ৩২ টাকা থেকে ৫৮ টাকায় চলে গিয়েছে। ১০ অক্টোবর থেকে স্পিন্টস, পটাশিয়াম ক্লোরেট, সালফারের দামও বেড়েছে।

এ ছাড়াও তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন খরচ বাড়ায় দেশলাইয়ের দাম বাড়ানো হচ্ছে বলে প্রস্তুতকারক কোম্পানিগুলির তরফে জানানো হয়েছে। কমিটির সদস্যরা আরও উল্লেখ করেছেন যে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি বিবেচনা করেই দেশলাইয়ের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advt 19

Previous articleভারত-পাকিস্তান T20 ম্যাচ দেশের স্বার্থবিরোধী: ক্ষুব্ধ বাবা রামদেব
Next articleমরশুমের প্রথম এল ক্লাসিকো, নজরে তরুণরা