Saturday, November 8, 2025

আলাপনকে খুনের হমকির তদন্তে হেয়ার স্ট্রিট থানা, বেপাত্তা প্রেরক গৌরহরি

Date:

আলাপন বন্দ্যোপাধ্যায়কে (Alapan Benarjee) খুনের হুমকি দিয়ে তাঁর স্ত্রীকে চিঠি পাঠানোর ঘটনার তদন্ত শুরু করল পুলিশ। বুধবার, কলকাতার হেয়ার স্ট্রিট থানায় ১৭০ অর্থাৎ সরকারি আধিকারিকের ভুয়ো পরিচয়, ৫০০ অর্থাৎ মানহানি, ৫০৬ অর্থাৎ হুমকি এবং ৪১৯ অর্থাৎ ভুয়ো পরিচয়ে প্রতারণার ধারায় অভিযোগ দায়ের হয়। ওই চিঠির প্রেরক গৌরহরি মিশ্র (Gourhari Mishra) রাজাবাজার সায়ান্স কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট। তবে ঘটনার পর থেকেই তিনি পলাতক বলে পুলিশ সূত্রে খবর। চিঠিতে নাম থাকা মহুয়া ঘোষকে (Mahua Ghosh) এদিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, তিনি তদন্তকারীদের জানিয়েছেন, এমন চিঠি তিনি পাঠাননি। তাঁর নাম ব্যবহার করায় তিনি লজ্জিত। তবে গৌরহরি মিশ্র যে তাঁর ল্যাবেই কর্মরত একথা স্বীকার করেছেন মহুয়া। পুলিশ সূত্রে খবর, চিঠির কপি পাঠানো হয়েছে রাজাবাজার সায়েন্স কলেজে। জিপিও থেকেও তথ্য সংগ্রহ করছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভির ফুটেজ। চিঠির প্রেরক গৌরহরি মিশ্রের আগের রেকর্ড খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন-“প্রধানমন্ত্রী দেশের ঊর্ধ্বে নয়”, পেগাসাস নিয়ে সুপ্রিম নির্দেশের পর সরব রাহুল

ইতিমধ্যেই আলাদাভাবে তদন্ত শুরু করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। অভিযুক্তকে তলব করেছেন রেজিস্ট্রার। এই ঘটনায় দ্রুত পদক্ষেপ চায় কলকাতা বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার, রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি পাঠানো হয় তার ট্রি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে। স্পিড পোস্টের মাধ্যমে একটি চিঠি পান তিনি। সেই চিঠিতেই আলাপনকে প্রাণনাশের হুমকি দেওয়া রয়েছে।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version