মার্চে মাধ্যমিক, এপ্রিলে উচ্চমাধ্যমিক! নবান্নর গ্রিন সিগন্যালের অপেক্ষায় পর্ষদ-সংসদ

প্রায় ২০ মাস পর খুলতে চলছে স্কুল।১৬ নভেম্বর থেকে স্কুল খোলার কথা জানিয়েছে নবান্ন(Nabanna)। আপাতত নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস হবে স্কুলে। অষ্টম শ্রেণি পর্যন্ত অনলাইন ক্লাসের ব্যবস্থাই চালু থাকবে বলে সরকারি সূত্রের খবর। করোনার(Coronavirus) বাড়বাড়ন্তের জেরে ২০২১-এ মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি। তবে ২০২২-সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক নিয়ে নবান্নের সবুজ সঙ্কেতের অপেক্ষায় পর্ষদ ও সংসদ। মার্চের শুরুতে মাধ্যমিক ও এপ্রিলের শুরুতে উচ্চমাধ্যমিক করাতে চাইছে তারা।

মার্চে মাধ্যমিক এবং এপ্রিলে উচ্চমাধ্যমিক এই নিয়েই সম্ভাব্য রুটিন নবান্নে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। নবান্নের তরফে ‘গ্রিন সিগন্যাল’ পেলেই কালীপুজোর আগেই নির্ঘণ্ট ঘোষণা করা হবে।

আরও পড়ুন-আলাপনকে খুনের হমকির তদন্তে হেয়ার স্ট্রিট থানা, বেপাত্তা প্রেরক গৌরহরি

২০২১-এ মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি। নবম ও একাদশ শ্রেণির পরীক্ষার মূল্যায়ণ ও আভ্যন্তরীণ পরীক্ষা-নিরীক্ষায় ছাত্র-ছাত্রীদের নম্বর দেওয়া হয়েছে। তবে  ২০২২ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক করাতে চাইছে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চশিক্ষা সংসদ। তবে টেস্ট পরীক্ষা হবে কিনা তা এখনও জানা যায়নি।

Previous articleআজও জামিন পেলেন না আরিয়ান খান, ফের শুনানি কাল
Next articleবিতর্কে জড়ালেন শোয়েব আখতার, টিভি চ্যানেলের অনুষ্ঠান চলাকালীনই আসন ছেড়ে উঠে গেলেন তিনি