তেলের গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড নদিয়ায়, পুড়ে মৃত এক শ্রমিক

প্রতীকী

তেলের গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হল এক কর্মচারীর। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) নাকাশিপাড়ার(Nikashipara) তেলের গুদামে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় দমকলের দুটি ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পর নিয়ন্ত্রনে আসে আগুন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাকাশিপাড়ার যুগ্নিতলা এলাকার ওই তেলের গুদামে কেরোসিন-সহ বিভিন্ন ধরনের তেল মজুত করে রাখা হত। রবিবার দুপুরে হঠাৎই ওই গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। একের পর এক শোনা যায় বিস্ফোরণের বিকট শব্দ। প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়াতে থাকে আগুন। জানা যায়, তখন গুদামের মধ্যে ছিলেন বেশ কয়েকজন শ্রমিক। অগ্নিকাণ্ড জেরে গুদামের ভেতরে আটকে পড়েন তারা। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার পর দমকলের ভেতর থেকে উদ্ধার হয় এক শ্রমিকের দগ্ধ দেহ। জানা গিয়েছে মৃত ঐ শ্রমিকের নাম রঞ্জিত বৈরাগ্য। কারখানার ভিতরে আরও কেউ আটকে রয়েছেন কি না তা এখনও জানা যায়নি। সন্ধান চলছে। কী থেকে এই অগ্নিকাণ্ড, তা এখনও জানা যায়নি।

 

Previous articleতৃণমূলে ফিরেই ত্রিপুরার বড় দায়িত্বে রাজীব
Next articleনীরজ চোপড়াকে সংবর্ধিত করল চেন্নাই সুপার কিংস