সবুজ ঝড়ে বেসামাল বিজেপিকে কটাক্ষ করে অভিষেকের টুইট ‘হ্যাপি দিওয়ালি’

প্রত্যাশামতোই উপ নির্বাচনে চার কেন্দ্রেই জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা৷ শান্তিপুরেও তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী ৬৩ হাজার ৮৯২ ভোটে জয়ী হয়েছেন৷ফলে শান্তিপুর হাতছাড়া হল বিজেপির। উপনির্বাচনে বিজেপির এমন ভরাডুবি দেখে কেন্দ্রের শাসক দলকে রীতিমতো কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ টুইট করে তিনি লিখেছেন, এটাকেই শব্দবাজি ছাড়া দিওয়ালি বলে৷ বিজেপিকে দিওয়ালির শুভেচ্ছা৷

 

রাজ্যের চারটি উপনির্বাচনে সবুজ ঝড়৷ এমনকি বিজেপির উত্তরের গড় দিনহাটা আসনটি পকেটে পুড়েছে তৃণমূল৷ ওই কেন্দ্রে রেকর্ড মার্জিনে জিতেছেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ৷ তিনি জিতেছেন ১ লক্ষ ৬৩ হাজারের বেশি ভোটের ব্যবধান৷ গোসাবা, খড়দহের তৃণমূল প্রার্থীর চেয়ে তাঁর জয়ের ব্যবধান সবচেয়ে বেশি৷ গোসাবায় তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল জিতেছেন ১ লক্ষ ৪১ হাজারের বেশি ভোটে৷ অন্যদিকে শেষ খড়দহে শোভনদেব চট্টোপাধ্যায় জয়ী হয়েছেন ৯৩ হাজার ৮৩২ ভোটে৷

Previous articleভাড়া বাড়েনি, অথচ ট্রেনে চড়লেই দ্বিগুণ-তিনগুণ ভাড়া দিতে হচ্ছে!! 
Next articleবিপুল জয়েও উল্লাস নয়: বিজয় মিছিলে রাশ টেনে বার্তা অভিষেক