Jagadhatri Puja: মহানবমীতে দর্শনার্থীদের ভিড় চন্দননগরে

আজ জগদ্ধাত্রীপুজোর মহানবমী

আলোর শহর হিসাবে সুপরিচিত চন্দননগর (Chandannagar)। আর এই চন্দননগরের জগদ্ধাত্রীপুজো (Jagadhatri Puja) শুধু বাংলা নয়, পৃথিবী বিখ্যাত। শনিবার, জগদ্ধাত্রী পুজোর মহানবমী। সকাল থেকেই কোভিড বিধি মেনে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পরার মতো।

আরও পড়ুন-BJP Candidate: চরম গোষ্ঠীদ্বন্দ্বে কলকাতা-হাওড়া পুরভোটে প্রার্থী বাছতে হিমশিম অবস্থা বিজেপির

রবিবার দশমী। এবার কোভিড পরিস্থিতিতে শোভাযাত্রা বন্ধ। তাই মহানবমীতে প্রতিমা থেকে আলোকসজ্জা দেখতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা।এদিন সকালে বেশকিছু জায়গায় কুমারী পুজো হয়। তবে মহানবমীর সন্ধেয় আলোকসজ্জার টানে আরো বেশি দর্শনার্থীরা চন্দননগরের রাস্তা থেকে পুজোমণ্ডপগুলিতে ভিড় জমাবেন বলে মনে করছেন পুজো উদ্যোক্তারা। কিন্তু কোনোভাবেই যাতে কোভিড বিধি ভঙ্গ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রেখেছে পুজো উদ্যোক্তা থেকে প্রশাসন।