Attack in Bihar Court : আদালতে শুনানি চলাকালীন বিচারপতির দিকে বন্দুক তুললেন  দুই পুলিশকর্মী

আদালত কক্ষের ভিতরে ঢুকে আচমকা বিচারপতির দিকেই তাক করে বন্দুক তুলে ধরলেন দুই পুলিশকর্মী ( judge Attacked by police in Bihar Court ) । বৃহস্পতিবার সকালে এই ঘটনাটি ঘটেছে বিহারের মধুবনি জেলার একটি আদালতে।

মধুবনির ওই আদালতে সংশ্লিষ্ট কক্ষে সে সময় একটি মামলার শুনানি চলছিল। আচমকাই দুই পুলিশ কর্মী ভিতরে ঢুকে বন্দুক তাক করেন অতিরিক্ত জেলা ও ঝঞ্জারপুর সেশন আদালতের বিচারক অবিনাশ কুমারের দিকে। এরপরই তাঁকে আক্রমণ করে। সঙ্গে সঙ্গে উপস্থিত অন্য পুলিশকর্মীরা এই দুজনকে ধরে ফেলে। বিচারক সম্পূর্ণ সুরক্ষিত আছেন। কিন্তু আকস্মিক এই ঘটনায় তিনি স্তম্ভিত ,আতঙ্কিত এবং আশঙ্কিত । এই ঘটনায় অন্য বিচারপতিরাও আতঙ্কিত । কারণ এই ঘটনা প্রথম হল। কিন্তু এরপরে আর কোনও আদালতে এমন ঘটনা ঘটবে না তার নিশ্চয়তা কোথায়? বিচারপতিরা নিরপেক্ষভাবে মামলার রায় দেন। সেক্ষেত্রে রায় সকলের যে পছন্দ মাফিক হবে এমন নয়। তার প্রতিক্রিয়া কখনওই এমন হওয়া উচিত নয়। যদিও এই ঘটনাটি কী কারনে ঘটেছে তা জানা যায়নি এখনো। পাটনা হাইকোর্টের তরফে একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। ডিজিপিকে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Previous articleAb De Villiers: সমস্ত ধরণের ক্রিকেট থেকে অবসর নিলেন এবিডি
Next articleSukhendusekhar Roy: মোদি যুগের শেষের শুরু হয়ে গিয়েছে,প্রতিক্রিয়া সাংসদ সুখেন্দুশেখরের