হরিয়ানা প্রদেশ তৃণমূলের ইনচার্জ করা হল রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়কে

২০২৪ লোকসভা ভোটকে পাখির চোখ করে দেশজুড়ে সংগঠন বিস্তার শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে ত্রিপুরা, গোয়া, উত্তরপ্রদেশের পর এবার হরিয়ানাকে পাখির চোখ করেছে ঘাসফুল শিবির। বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরে গিয়ে নিজেই হরিয়ানায় সংগঠন বিস্তারের কথা ঘোষণা করেছিলেন। হরিয়ানার জনপ্রিয় নেতা অশোক তানওয়ার তৃণমূলে যোগ দেন।

এবার হরিয়ানা রাজ্যের দায়িত্ব দেওয়া হল রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়কে (Sukhendu Sekhar Roy)। তাঁকে হরিয়ানা প্রদেশ তৃণমূলের ইনচার্জ করা হল তৃণমূলের পক্ষে।

প্রসঙ্গত, কৃষক আন্দোলনের জেরে হরিয়ানায় বিজেপির পায়ের মাটি সরেছে। বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করে সেই ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা চালাচ্ছেন খোদ প্রধানমন্ত্রী মোদি। এমন পরিস্থিতিতে গেরুয়া শিবিরের সেই নড়বড়ে জমিতেই ঘাসফুল ফোটাতে চাইছে তৃণমূল।

আরও পড়ুন- গেরুয়া হিংসার বাতাবরণে পুরভোট ত্রিপুরায়, সুপ্রিম কোর্টে যেতে পারে TMC ও CPIM

Previous articleগেরুয়া হিংসার বাতাবরণে পুরভোট ত্রিপুরায়, সুপ্রিম কোর্টে যেতে পারে TMC ও CPIM
Next articleBreakfast news: ব্রেকফাস্ট নিউজ