Udayan Guha: BSF কি ২০২৪-এর জন্য তৈরি হচ্ছে? প্রশ্ন তুললেন উদয়ন

বিএসএফ নিয়ে ফের সরব তৃণমূল কংগ্রেস বিধায়ক (Trinamool Congress MLA) উদয়ন গুহ (Udayan Guha)। আগেরবার রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) বিএসএফ (BSF)-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন বিধায়ক (MLA)। এবার বিএসএফ ইস্যু নিয়ে সোশ্যল মিডিয়ায় সরব উদয়ন গুহ। তিনি প্রশ্ন তুলেছেন, BSF কি ২০২৪-এর জন্য তৈরি হচ্ছে?

আরও পড়ুন-Akhil-Suvendu: শুভেন্দুর শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র জাল!‌ দাবি রাজ্যের মন্ত্রীর

উদয়ন ফেসবুকে (Facebook) লিখেছেন,”BSF কি ২০২৪ এর জন্য তৈরি হচ্ছে?
সীমান্ত থেকে অনেক ভিতরে গ্রামে ঢুকে খবর নিচ্ছে, জনসংখ্যা কতো ভোটার কতো,শতকরা হিন্দু,মুসলমান কতো ?দেশের নিরাপত্তার সাথে এর কি সম্বন্ধ? ৫০ কিমি পর্যন্ত এক্তিয়ারে!!
গ্রামের নাম দুরাচাপড়ি, খারিজা রাখালমারি, দিনহাটা বিধানসভা।”

আরও পড়ুন-Parlament: আলোচনা ছাড়াই পাশ কৃষি আইন প্রত্যাহার বিল, গান্ধী মূর্তির পাদদেশে ধরনা তৃণমূলের

এর আগে বিধানসভায় (West Bengal Assembly) বিএসএফের এলাকা বৃদ্ধির প্রতিবাদে প্রস্তাবে বিজেপির বিরোধিতা করার জবাব দিয়েছিলেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha)। বিএসএফের এলাকা বৃদ্ধির বিরোধিতা করতে গিয়ে উদয়ন গুহ বিএসএফের নির্যাতনের বর্ণনা করেন। তিনি বলেছিন, “১০ টি জেলার ৬৫টি ব্লক বিএসএফ-এর অধীনে রয়েছে। ওদের অত্যাচার যে দেখেনি, সে জানে না। তল্লাশির নাম করে সন্তানের সামনে মায়েদের গোপনাঙ্গে হাত দিয়ে তল্লাশি চালাচ্ছে। ছেলের সামনে বাবাকে কান ধরাচ্ছে। এটা যে সন্তান দেখে সে কখনোই দেশভক্ত হতে পারে না।”

আরও পড়ুন-Parliament: সংসদে পাশ কৃষি আইন প্রত্যাহার বিল, আলোচনার দাবিতে অনড় বিরোধীরা

Previous articleএগিয়ে গিয়েও চেলসির বিরুদ্ধে ড্র করেই সন্তুষ্ট থাকতে হল রেড ডেভিলসদের
Next articleRoad Accident: লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ২