Indian Cricket: ১৭ ডিসেম্বর নয়, ২৬ ডিসেম্বর থেকে শুরু ভারত-দক্ষিন আফ্রিকা টেস্ট সিরিজ, জানাল বিসিসিআই

দক্ষিণ আফ্রিকা বোর্ডের তরফে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ম্যাচের কেন্দ্র চূড়ান্ত করা হবে।

২৬ ডিসেম্বর থেকে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা (India-South Africa) টেস্ট সিরিজ। শনিবার এমনটাই জানালেন বিসিসিআই সচিব জয় শাহ( Jay Shah)। প্রাথমিক সূচি অনুযায়ী ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল প্রথম টেস্ট।কিন্তু করোনার( Corona) নতুন রূপ ওমিক্রনের দাপট দক্ষিণ আফ্রিকায় প্রকোপ হওয়ায় টেস্ট সিরিজ পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই( Bcci)।

ওমিক্রনের কারণে বাতিল হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ, একথা শনিবার সকালেই জানা গিয়েছিল। আর এ বার প্রোটিয়া সফরও কিছুদিন পিছিয়ে দিল ভারত। নয়া সূচি অনুযায়ী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট। যার ফলে বিরাট কোহলিরাও কিছুটা দেরিতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হবেন।

এদিকে দক্ষিণ আফ্রিকা বোর্ডের তরফে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ম্যাচের কেন্দ্র চূড়ান্ত করা হবে। সফর বাতিল না করার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন তারা।

আরও পড়ুন:Ind-New: ভারতের বিরুদ্ধে ৬২ রানে ইনিংস শেষ নিউজিল্যান্ডের, দিনের শেষে ৩৩২ রানে এগিয়ে কোহলিরা

 

Previous articleVisa Bangladesh: দেড় বছর পর ফের চালু হল অন-অ্যারাইভাল ভিসা
Next articleKMC 66: ওয়ার্ডের উন্নয়নে মানুষের নির্দেশেই কাজ করতে চান ফৈয়াজ