Thursday, December 18, 2025

সাংসদ সাসপেন্ড ইস্যুতে বৈঠকের ডাক কেন্দ্রের, সর্বদলের প্রস্তাব দিয়ে বয়কট তৃণমূলসহ বিরোধীদের

Date:

Share post:

১২ জন সাংসদ(MP) সাসপেন্ডের(Suspend) ঘটনায় লাগাতার আন্দোলন জারি রয়েছে সংসদে। পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে অনুমান করে সম্প্রতি এই সাসপেনশন ইস্যুতে ৫টি রাজনৈতিক দলকে বৈঠকে ডেকেছিল শাসক দল। যদিও শাসক দলের ডাকা সেই বৈঠক সোমবার বয়কট করল বিরোধীরা। একইসঙ্গে অভিযোগ তোলা হয়েছে, ৫টি রাজনৈতিক দলকে আলাদা ভাবে ডেকে আসলে বিরোধী ঐক্যে ভাঙন ধরাতে চাইছে শাসক দল।

বাদল অধিবেশনে সংসদের গরিমা ক্ষুণ্ন করার অভিযোগ তুলে তৃণমূলের দুই সাংসদ সহ মোট ১২ জন সাংসদকে পুরো শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড করেছে রাজ্যসভা। এর প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিরোধী দলগুলি। ৫ রাজনৈতিক দলের ১২ সাংসদের সাসপেন্ড হওয়ার ঘটনায় গান্ধী মূর্তির পাদদেশে দেখা গিয়েছে বিরোধী ঐক্য। কেন্দ্রের বিরোধিতায় সরব হয়ে ওই ১২ সাংসদের পাশে দাঁড়িয়েছেন অন্যান্য বিরোধী সাংসদরা। সোমবার সাংসদ সাসপেন্ড ইস্যুতে ৫ রাজনৈতিক দলকে বৈঠকে ডাকে কেন্দ্র। তবে বিরোধীদের তরফে দাবি তোলা হয় এ বিষয়ে কোনরকম আলোচনা হলে ডাকতে হবে সর্বদল বৈঠক। পাশাপাশি কেন্দ্রের ডাকা এই বৈঠক বয়কট করে কংগ্রেস তৃণমূল। অভিযোগ তোলা হয় শুধুমাত্র বিরোধী ঐক্যে ভাঙন ধরাতে ষড়যন্ত্র করছে বিজেপি সরকার(BJP Govt)।

আরও পড়ুন:ওমিক্রনের প্রভাব শেয়ারবাজারে, এক ধাক্কায় ১৫০০ পয়েন্ট নামল সেনসেক্স

এ বিষয়ে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে(Mallikarjun Kharge) বলেন, বৈঠক যদি করতেই হয় তবে সর্বদল বৈঠক করা হোক। তাঁর অভিযোগ সরকার বিরোধী দলগুলোকে বিভাজিত করার ষড়যন্ত্র করছে। কিন্তু সমস্ত বিরোধী রাজনৈতিক দল এ বিষয়ে একজোট। সরকারের উচিত সর্বদল বৈঠক ডাকা। তিনি আরো বলেন, শুধুমাত্র ৫ দলকে ডাকা হয়েছে, বাকি বিরোধী রাজনৈতিক দলগুলিকে না ডাকলে তাদের কাছে কি বার্তা যাবে? সরকার এভাবেই বিরোধী ঐক্য ভাঙনের চেষ্টা করছে। ইতিমধ্যেই এ বিষয়ে বৈঠকের জন্য সর্বদল বৈঠক ডাকার আবেদন সরকারের কাছে পাঠানো হয়েছে।

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...