Abid Ali: খেলার মাঝেই বুকে ব‍্যথা, হাসপাতালে ভর্তি পাকিস্তান ক্রিকেটার আবিদ আলি

সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বিভিন্ন পরীক্ষা করার পর, আবিদের হৃদযন্ত্রে সমস্যা দেখা দিয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

ফুটবলের পর এবার ক্রিকেটেও হৃদরোগের কালো ছায়া। খেলা চলাকালীন বুকে ব্যথা অনুভব করেন পাকিস্তানের (Pakistan) টেস্ট দলের ক্রিকেটার আবিদ আলি( Abid Ali)। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বিভিন্ন পরীক্ষা করার পর, আবিদের হৃদযন্ত্রে সমস্যা দেখা দিয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। যদিও অবস্থা এখন স্থিতিশীল।

এদিন পাকিস্তান ক্রিকেট বোর্ডের ( PCB) তরফে একটি বিবৃতিতে জানানো হয়, “কায়েদ-ই-আজম ট্রফির ফাইনালে সেন্ট্রাল পাঞ্জাবের ওপেনার আবিদ আলি ব্যাট করার সময় বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাঁকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষার পরে দেখা গিয়েছে তাঁর হৃদযন্ত্রে সমস্যা রয়েছে। চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এখন তাঁর অবস্থা স্থিতিশীল। আবিদের পরিবারকে প্রতি মূহূর্তের খবর দেওয়া হচ্ছে। চিকিৎসকরা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব আবিদকে সুস্থ করে তোলার। ”

কয়েক দিন আগেই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুরন্ত খেলেছেন আবিদ। প্রথম টেস্টের দুই ইনিংসে ১৩৩ ও ৯১ রান করেন তিনি।

আরও পড়ুন:India Team: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্রোঞ্জ পদক জয় ভারতীয় হকি দলের

Previous articleKMC Election2021: পুরভোটে লম্বা সময় ব্যাট হাতে ক্রিজে টিকে থাকার রেকর্ড গড়লেন তিন মহিলা প্রার্থী
Next articleKMC Mayor: কলকাতা পুরসভায় মেয়র ফের ফিরহাদ হাকিম, একাধিক ডেপুটি মেয়র?