Abid Ali: হৃদরোগে আক্রান্ত আবিদ আলি, বসল স্টেন্ট

অ্যাঞ্জিওপ্লাস্টি করা হল আবিদ আলির। পাকিস্তানের এই টেস্ট ওপেনারের হৃদযন্ত্রে বসানো হল স্টেন্টও।

অ্যাঞ্জিওপ্লাস্টি করা হল আবিদ আলির ( Abid Ali) । পাকিস্তানের ( Pakistan) এই ক্রিকেটারের হৃদযন্ত্রে বসানো হল স্টেন্টও। তবে আবিদের অবস্থা এখন স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। বুধবারই ম‍্যাচ চলাকালীন বুকে ব‍্যথা অনুভব করেন আবিদ আলি। তারপরই তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে।

এদিন পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সূত্র বলেন, “আবিদের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে এবং একটি শিরায় স্টেন্ট বসানো হয়েছে।”

বুধবার করাচিতে কুয়েদ-ই-আজম ট্রফির ম্যাচ চলাকালীন বুকে ব্যথা এবং অস্বস্তি হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় আবিদকে। সেখানে বিভিন্ন পরীক্ষার পরে চিকিৎসকেরা জানান, আবিদ ‘অ্যাকিউট করোনারি সিনড্রোম’-এ আক্রান্ত। অর্থাৎ, হৃদযন্ত্রে রক্ত সরবরাহে কোনও ব্লকেজ রয়েছে।

আরও পড়ুন:IPL: করোনা আতঙ্ক , আইপিএল নিয়ে বিশেষ বৈঠকে বিসিসিআই

Previous articleকেউ কেউ উপহাস করলেও গরুকে ‘মা’ মনে করি: যোগীরাজ্যে ভোট প্রচারে ‘স্বমহিমায়’ মোদি
Next articleTET: ৩ দিনের মধ্যে মামলাকারীদের ইন্টারভিউ নেওয়ার নির্দেশ হাইকোর্টের