Sunday, August 24, 2025

নবান্নের কাছে একই জায়গায় ফের উল্টে গেল ছাই বোঝাই ট্যাঙ্কার

Date:

Share post:

নবান্নের(Nabanna) কাছে ছাই বোঝাই ট্রাক উল্টে সম্প্রতি মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনার(accident) ঘটনা ঘটলো একই জায়গায়। যদিও সৌভাগ্যবশত এবার কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে মাত্র কয়েকদিনের ব্যবধানে একই স্থানে পরপর দুটি দুর্ঘটনা প্রশ্ন তুলে দিচ্ছে।

জানা গেছে, বৃহস্পতিবার ভোরে নবান্নের কাছে দ্বিতীয় হুগলি সেতু অভিমুখে কোনা এক্সপ্রেসওয়ের(Kona express way) উপর উল্টে যায় ছাইবোঝাই ট্যাঙ্কারটি। তিনটি হাইড্রাক্রেনের সাহায্যে প্রায় ঘণ্টা দুয়েকেরও বেশি চেষ্টায় পুলিশ সেটিকে উদ্ধার করে। এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। তবে কেন বারবার একই জায়গায় দুর্ঘটনা? হাওড়া পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই জায়গায় রাস্তার নকশায় গলদ রয়েছে। রাস্তায় ত্রুটির কারণেই বার বার দুর্ঘটনা ঘটছে ওই নির্দিষ্ট জায়গায়। ইতিমধ্যেই ওই রাস্তা দেখভালের দায়িত্বে থাকা কর্তৃপক্ষকে চিঠি দিয়ে হাওড়া পুলিশ জানিয়েছে , রাস্তাটির একদিকে ঢাল রয়েছে যার ফলে ভারী যানবাহন চলাচলের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। ঘটছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যাওয়ার ঘটনা। অবিলম্বে ওই রাস্তা সরানোর দাবি তোলা হয়েছে হাওড়া জেলা প্রশাসনের তরফে।

আরও পড়ুন:Sayantan Basu:হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে জল্পনা বাড়ালেন সায়ন্তন

উল্লেখ্য, কলকাতার সঙ্গে জেলার যোগাযোগের ক্ষেত্রে কোনা এক্সপ্রেসওয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। দিনে দিনে এই রাস্তায় গাড়ির চাপ বেড়ে চলেছে। ফলস্বরূপ দুর্ঘটনাপ্রবণ ওই অঞ্চলে অবিলম্বে রাস্তা সারাই না হলে আগামী দিনে বড় সড়ক দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রসঙ্গত, ১৮ ডিসেম্বর এই একই জায়গায় উল্টে গিয়েছিল একটি ছাইবোঝাই ট্যাঙ্কার। সেদিন ট্যাঙ্কার উল্টে চাপা পড়ে যান এক পথচারী। প্রায় ঘণ্টা দেড়েকের চেষ্টায় সেদিন ওই পথচারীকে উদ্ধার করা সম্ভব হলেও, শেষরক্ষা হয়নি। হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

spot_img

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...