Omicron:করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের পরামর্শ দিয়ে রাজ্যকে চিঠি পাঠাল কেন্দ্র

অনান্য রাজ্যের মতো বাংলাতেও লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। সেইসঙ্গে দাপিয়ে বেড়াচ্ছে ওমিক্রন আতঙ্ক। যা নিয়ে ক্রমশই উদ্বেগ বাড়ছে। আজ এই মর্মে কেন্দ্রের তরফে রাজ্যের স্বাস্থসচিবকে চিঠি দেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ।

আরও পড়ুন:এখনই লকডাউন নয়: ওমিক্রন রুখতে বাংলায় আন্তর্জাতিক বিমান বন্ধের প্রস্তাব মমতার

বড়দিনের দিন কয়েক আগে থেকেই কলকাতায় ওমিক্রনের চোখরাঙানির পাশাপাশি করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, বুধবার পর্যন্ত রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ১,০৮৯ জন। পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। এই পরিস্থিতিতেই রাজ্যকে সতর্কবার্তা পাঠাল কেন্দ্র। রাজ্যের স্বাস্থ্যসচিব রায়ণ স্বরূপ নিগমকে লেখা চিঠিতে পরিস্থিতি মোকাবিলায় কী কী পদক্ষেপ করা দরকার, তা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব।

চিঠিতে কেন্দ্রের তরফে আরও বেশি করে করোনার টেস্ট করানোর পরামর্শ দেওয়া হয়েছে। পাশপাশি টিকাকরণের ওপর জোর দেওয়া এবং কনটেনমেন্ট জোন তৈরি করে সংক্রমণ নিয়ন্ত্রণের পরামর্শ দেওয়া হয়েছে।



Previous articleপ্রয়াত বর্ষীয়ান সিপিআইএম নেতা রাজদেও গোয়ালা
Next articleSourav Ganguly: স্থিতিশীল সৌরভ, তবে এখনই ছাড়া পাচ্ছেন না হাসপাতাল থেকে, শুক্রবার রিপোর্ট দেখে হবে পরবর্তী সিদ্ধান্ত