মিশন Tripura: একগুচ্ছ কর্মসূচি-সহ রবিতে আগরতলায় অভিষেক

প্রথমবার আগরতলা(Agartala) পুরসভা নির্বাচনে লড়াইয়ে নেমে ২০ শতাংশ ভোটের পাশাপাশি একটি আসনে জয় পেয়েছে তৃণমূল(TMC)। লক্ষ্য এখন ২৩-এর বিধানসভা নির্বাচন। তার আগে সংগঠনকে ঢেলে সাজাতে রবিবার ত্রিপুরা সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। আগামিকাল ত্রিপুরার(Tripura) আগরতলায় একগুচ্ছ কর্মসূচি রয়েছে অভিষেকের। পাশাপাশি এই সফরে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।

শনিবার ত্রিপুরা তৃণমূলের তরফে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের বিস্তারিত কর্মসূচি প্রকাশ্যে আনা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, রবিবার ত্রিপুরাতে পা রেখে বেলা ১২ টা নাগাদ তিনি আগরতলার চতুর্দশ দেবতা মন্দিরে পুজো দেবেন। এরপর বেলা ১২.৩০ নাগাদ আগরতলাতেই করবেন সাংবাদিক বৈঠক। সেখান থেকে বেলা ২ টো নাগাদ তেলিয়ামুড়ার কালীটিলায় এক দলীয় কর্মীর বাড়িতে সারবেন মধ্যাহ্নভোজ। শুধু তাই নয়, ত্রিপুরার মাটিতে যেভাবে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে তৃণমূলের নেতা কর্মীরা আক্রান্ত হচ্ছেন তাদের পাশে যে দল রয়েছে সেই বার্তা দিয়ে বিকেল ৫টা নাগাদ আগরতলার সূর্যমণিনগরে বিজেপির দ্বারা আক্রান্ত এক দলীয় কর্মীর বাড়ি পরিদর্শন করবেন তৃণমূলের ‘সেনাপতি’। সেখান থেকে সন্ধ্যা ৬ টা নাগাদ আগরতলার বড়দোয়ালীতে আর এক আক্রান্ত দলীয় কর্মীর বাড়ি যাবেন অভিষেক।

উল্লেখ্য, আগরতলা পুর নির্বাচনে তৃণমূলের সাফল্যের পর বিজেপির কাছে এটা স্পষ্ট হয়ে গিয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনে তাদের মুল প্রতিপক্ষ ঘাসফুল। ফলস্বরুপ তৃণমূলকে রুখতে লাগাতার হামলা চলছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা। যদিও ২৩-এর নির্বাচনে বাজিমাত করতে এখন থেকেই কোমর কষতে শুরু করে দিয়েছে তৃণমূল। দলীয় কর্মীদের চাঙ্গা করতে বারবার ত্রিপুরা সফর করছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। এবার নতুন বছরের শুরুতেই একাধিক কর্মসূচি সহ আগরতলার মাটিতে পা রাখছেন অভিষেক।

Previous articleজিতেন তিওয়ারির প্রভাবে আসানসোলে বিজেপির প্রার্থী তালিকায় ব্রাত্য আদিরা, ক্ষোভের আগুন
Next articleTiger: গোসাবায় বাঘের হানায় আক্রান্ত বনকর্মী