Sunday, November 9, 2025

কলকাতার মডেলে চার পুরনিগমে রাজ্য পুলিশ দিয়ে ভোট, জানিয়ে দিল কমিশন

Date:

Share post:

আগামী ২২ জানুয়ারি রাজ্যের ৪ পুরনিগমের ভোটগ্রহণ (Corporation Election)।আর এই নির্বাচনে আইন-শৃঙ্খলা (Law and Order) ও নিরাপত্তা (Security) নিয়ে রাজ্য নির্বাচন কমিশনার (EC) সৌরভ দাস (Saurav Das) রাজ্য সরকারের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন। ভার্চুয়াল সেই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য প্রমুখ। এই বৈঠকের পর পর্যবেক্ষক এবং বিশেষ পর্যবেক্ষক দলের সঙ্গেও বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার।

বৈঠকের পরে কমিশনের তরফে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়, পুরভোটে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে রাজ্য পুলিশের উপরেই আস্থা রাখছেন তারা। প্রত্যেক বুথে মোতায়েন থাকবে সশস্ত্র পুলিশ। বুথ সংলগ্ন এলাকাতেও থাকবে সশস্ত্র পুলিশ।এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। রাজ্য সরকার কী পরিমাণ বাহিনী দিতে পারবে তা ৮ জানুয়ারির মধ্যে কমিশনকে জানিয়ে দিতে হবে। বাহিনীর বিষয়টি স্পষ্ট হলেই কমিশন ঠিক করবে কোন পুরসভায় কত বাহিনী থাকবে।

এছাড়া আসানসোল পুরসভার জন্য দু’জন। বাকি শিলিগুড়ি, বিধাননগর ও চন্দননগর পুরসভার জন্য একজন করে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। সাধারণ পর্যবেক্ষকের সংখ্যা এবারের ভোটে ১২ জন। আসানসোল ৫, বিধাননগর ৩ এবং শিলিগুড়ি ও চন্দননগরে দু’জন করে।

এদিকে, রাজ্যে করোনার বাড়বাড়ন্ত। তার মধ্যে সুষ্ঠভাবে ভোট পরিচালনা করা কমিশনের কাছে চ্যালেঞ্জ। তাই রাজ্যে বাড়তে থাকা কোভিড পরিস্থিতিতে রাজ্য নির্বাচন কমিশন আরও কঠোর হল। সূত্রের খবর, আসন্ন চার পুরসভার ভোটে কড়া কোভিড বিধি মানতে হবে, জানিয়েছে কমিশন। যথাযথ ভাবে নির্দেশ মানা না হলে পুলিশ ও প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, ২০০৫ বা পশ্চিমবঙ্গ অতিমারি আইন প্রয়োগ করা হবে।কলকাতা পুরভোটের মতো চার পুরসভা এলাকায় টিকাকরণ কর্মসূচিও করবে কমিশন। আগামী ১৭ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত চলবে এই টিকাকরণ কর্মসূচি।

আরও পড়ুন- Hunarbaaz: ট্যালেন্ট রিয়্যালিটি শোয়ের বিচারক মিঠুন চক্রবর্তী, করণ, পরিণীতি

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...