Sunday, December 28, 2025

ধর্মীয় ভাবাবেগকে গুরুত্ব দিয়ে ভোট পিছলো পাঞ্জাবে, ২০ ফেব্রুয়ারি হবে নির্বাচন

Date:

Share post:

কথা ছিল ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পাঞ্জাব(Punjab) সহ দেশের ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন(assembly election)। তবে পাঞ্জাববাসীর ধর্মীয় ভাবাবেগের দিকে খেয়াল রেখে নির্বাচন পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিল কংগ্রেস ও বিজেপি। তাদের সেই আবেদন সোমবার মেনে নিয়ে পাঞ্জাব বিধানসভা নির্বাচন পিছিয়ে দিল কমিশন। নির্বাচন কমিশনের(ElectionCommission) তরফে জানানো হয়েছে ১৪ ফেব্রুয়ারি পরিবর্তে পাঞ্জাব বিধানসভা নির্বাচন হবে ২০ ফেব্রুয়ারি।

সম্প্রতি পাঞ্জাবের নির্বাচন পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি (Charanjit Singh Channi)। চিঠিতে তিনি আবেদন করেছিলেন, আগামী ১৬ ফেব্রুয়ারি পাঞ্জাবের দলিত শিখদের ধর্মগুরু রবিদাসের জন্মজয়ন্তী। সেই উপলক্ষে ১০ ফেব্রুয়ারি থেকেই বেনারসে তীর্থ করতে যাবেন প্রায় ২০ লক্ষ দলিত শিখ। ১৪ ফেব্রুয়ারি ভোট হলে এই ভোটাররা তাঁদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হবেন। নির্বাচন কমিশনের কাছে তাঁর অনুরোধ, ভোটের দিন অন্তত ৬ দিন পিছিয়ে দেওয়া হোক, যাতে এই ২০ লক্ষ ভোটার বেনারস থেকে ফিরে এসেও নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন। পরে কংগ্রেসের সুরে সুর মিলিয়ে কমিশনের কাছে একই দাবি জানায় বিজেপি। তাদের সে আবেদন এদিন মেনে নিল কমিশন। নয়া ঘোষণা অনুযায়ী, ২০ ফেব্রুয়ারি হবে পাঞ্জাবে একদফার বিধানসভা ভোট।

আরও পড়ুন:বাংলার ট্যাবলো বাতিল নেতাজির অপমান: কেন্দ্রের ভূমিকায় ক্ষুব্ধ বুদ্ধিজীবী মহল

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব (Punjab), মণিপুর এবং গোয়ার ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই হিসেবে ১৪ ফেব্রুয়ারি পাঞ্জাবের ১১৭ আসনে হওয়ার কথা ছিল নির্বাচন। কমিশনের তরফে দিনক্ষণ ঘোষণার পর মুখ্যমন্ত্রী নিজে তখন কমিশনের (Election Commission) সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন। এরপর রাজ্যবাসী ধর্মীয় ভাবাবেগে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দিনবদলের আবেদন জানান তিনি। পরে একই দাবিতে সরব হয় বিজেপিও।

spot_img

Related articles

অসুস্থ মেয়ে, তবু ছাড় নেই বাবার: হাসপাতালে বসেই BLO-র দায়িত্ব পালন

মেয়ে ৩ দিন হাসপাতালে ভর্তি। কিন্তু তাতেও বিরাম নেই বিএলও (BLO) বাবার। পাঁশকুড়ার ১৭২ নম্বর বুথের বিএলও অতনু...

কেউ কিছু করতে পারবে না! বিজেপির ধর্ষকের আত্মবিশ্বাস কোথা থেকে, স্পষ্ট করল তৃণমূল

নারী সম্মান তো দূরের কথা। ধর্ষণ শ্লীলতাহানির মতো ঘটনায় পুলিশ প্রশাসনকেও ভয় পায় না ধর্ষকরা। অবাক লাগলেও এটাই...

‘আর চাপ নিতে পারছি না’, ক্লাসরুমের সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা BLO-র!

অপরিকল্পিত এসআইআরের (SIR)জন্য আর কত মৃত্যু দেখতে হবে, বিজেপি সরকারের নির্দেশে কাজ করা নির্বাচন কমিশনকে (ECI) প্রশ্ন করছে...

SIR থেকে ডিটেনশন ক্যাম্পে! অনন্ত মহারাজ বিজেপি-বিরোধিতা করুন, দাবি তৃণমূলের

এসআইআর প্রক্রিয়া চালু করে আদতে বিজেপি সাধারণ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দিতে চাইছে, এমন আশঙ্কা বাংলার শাসকদল...