Fire:মল্লিকবাজারে বন্ধ সিনেমা হলে কীভাবে আগুন, প্রশ্ন খুঁজছে দমকল

ফের শহরের বুকে বিধ্বংসী অগ্নিকাণ্ড। মঙ্গলবার বেলা দেড়টা নাগাদ মল্লিকবাজারের বন্ধ ‘পার্ক শো হাউসে’ আগুন লাগে। প্রজেক্টার রুমের পাশে আগুনটি লাগে।খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় পাঁচটি দমকলের ইঞ্জিন। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলবাহিনী। তবে কী করে বন্ধ সিনেমা হলে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তার খতিয়ে দেখছে পুলিশ ও দমকলবাহিনী।

আরও পড়ুন:মমতার দেখানো পথে তামিলনাড়ুর ট্যাবলো বাতিল নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি স্ট্যালিনের

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বহুদিন ধরেই বন্ধ এই সিনেমা হল। এমনকি নিরাপত্তারক্ষীও দেখা যায় না। আচমকা সেই হলে কী করে আগুন লাগলো তা বোঝা যাচ্ছে না। হল মালিকের আত্মীয়ের বক্তব্য, হলের ভিতর কেউ ছিল না। দীর্ঘদিন হল বন্ধ থাকায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন ছিল। ফলে শর্টসার্কিট জনিত কোনও কারণ থাকারও উপায় নেই। তাঁর বক্তব্য ,ইচ্ছে করেই কেউ আগুন লাগিয়েছে। এহেন অভিযোগে স্বভাবতই অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে রহস্যের সঞ্চার ঘটেছে।

দমকলের এক আধিকারীক জানিয়েছেন, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। আপাতত হল শীতল করার কাজ চলছে। পাশাপাশি আগুন লাগার প্রকৃত কারণ খুঁজতে তৎপর হয়েছে দমকল বিভাগ।

Previous articleট্যাবলো বাতিল: মুখ্যমন্ত্রীর চিঠির জবাব দিয়ে দায় এড়ালেন রাজনাথ
Next articleডালাসে রেকর্ড করল স্পাইডারম্যানের একটি পাতা, দর উঠল ২৪ কোটি !