Sunday, November 9, 2025

প্রেমিকাকে মৃত বলে ঘোষণা করতেই হাসপাতাল থেকে উধাও প্রেমিক

Date:

Share post:

আজব কাণ্ড ঘটল বারুইপুর জেলা হাসপাতালে। প্রেমিকাকে চিকিৎসক মৃত বলতেই হাসপাতাল থেকে উধাও হয়ে গেল প্রেমিক ও তার পরিবারের লোকেরা। বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে পালিয়ে গিয়ে প্রেমিকের সঙ্গে থাকছিল কুলতলি (Kultali)-র এই তরুণী। কিন্তু শেষপর্যন্ত প্রেমিকের সঙ্গেও সংসার করা হল না।
পুলিশ জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার কুলতুলি (Kultali)-র বাসিন্দা সোনালী নস্করের সঙ্গে ফেসবুকে আলাপ হয়েছিল প্রসেন মণ্ডলের। শাসনের বাসিন্দা প্রসেন। সেখান থেকেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। কিন্তু মেয়েটির পরিবারের লোক প্রসেনের সঙ্গে তাঁর বিয়ে দেয়নি। রাজ্য পুলিসের এক কর্মীর সঙ্গে বিয়ে দেয়। কিন্তু সেখানে সংসার না করে ২০২১-এর নভেম্বর মাসে ব্যারাকপুরের শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যায় সোনালী। এরপর থানায় একটি নিখোঁজ ডাইরিও করেন সোনালীর স্বামী।

এদিকে, সোনালী শ্বশুরবাড়ি থেকে পালিয়ে গিয়ে প্রসেনের সঙ্গে শাসনে বাড়ি ভাড়া নিয়ে থাকছিল। সোনালীর পরিবার সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যেয় সোনালীকে বারুইপুর জেলা হাসপাতালে নিয়ে আসে প্রসেন ও তার পরিবার। সেখানেই সোনালী মৃত্যু হয়। হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করার পরেই হাসপাতাল থেকে পালিয়ে যায় প্রসেন ও তার পরিবারের লোকেরা। তারপর থেকে তাদের আর কোনও খোঁজ পাওয়া যায়নি।

এই ঘটনার খবর পেয়ে সোনালীর বাড়ির লোকজন হাসপাতালে পৌঁছন। প্রসেনের নামে বারুইপুর থানায় খুনের অভিযোগও দায়ের করেন। তাদের দাবি, গত কয়েকমাস ধরে ফোন করলেও সোনালীকে ফোন দিত না প্রসেন। হাসপাতালে এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পরও প্রসেনের পরিবারে কেউ তাদের সামনে আসেনি। সোনালীর বাবার অভিযোগ, মেয়ে কীভাবে মারা গিয়েছে জানি না। শুনেছি গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে। তবে আমার মনে হয় আমার মেয়েকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

আরও পড়ুন- বিয়ের মণ্ডপে পাত্রীকে চড় পাত্রর, পাল্টা সপাটে দিলেন কনেও! তারপর?

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...