Sunday, January 25, 2026

প্রেমিকাকে মৃত বলে ঘোষণা করতেই হাসপাতাল থেকে উধাও প্রেমিক

Date:

Share post:

আজব কাণ্ড ঘটল বারুইপুর জেলা হাসপাতালে। প্রেমিকাকে চিকিৎসক মৃত বলতেই হাসপাতাল থেকে উধাও হয়ে গেল প্রেমিক ও তার পরিবারের লোকেরা। বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে পালিয়ে গিয়ে প্রেমিকের সঙ্গে থাকছিল কুলতলি (Kultali)-র এই তরুণী। কিন্তু শেষপর্যন্ত প্রেমিকের সঙ্গেও সংসার করা হল না।
পুলিশ জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার কুলতুলি (Kultali)-র বাসিন্দা সোনালী নস্করের সঙ্গে ফেসবুকে আলাপ হয়েছিল প্রসেন মণ্ডলের। শাসনের বাসিন্দা প্রসেন। সেখান থেকেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। কিন্তু মেয়েটির পরিবারের লোক প্রসেনের সঙ্গে তাঁর বিয়ে দেয়নি। রাজ্য পুলিসের এক কর্মীর সঙ্গে বিয়ে দেয়। কিন্তু সেখানে সংসার না করে ২০২১-এর নভেম্বর মাসে ব্যারাকপুরের শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যায় সোনালী। এরপর থানায় একটি নিখোঁজ ডাইরিও করেন সোনালীর স্বামী।

এদিকে, সোনালী শ্বশুরবাড়ি থেকে পালিয়ে গিয়ে প্রসেনের সঙ্গে শাসনে বাড়ি ভাড়া নিয়ে থাকছিল। সোনালীর পরিবার সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যেয় সোনালীকে বারুইপুর জেলা হাসপাতালে নিয়ে আসে প্রসেন ও তার পরিবার। সেখানেই সোনালী মৃত্যু হয়। হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করার পরেই হাসপাতাল থেকে পালিয়ে যায় প্রসেন ও তার পরিবারের লোকেরা। তারপর থেকে তাদের আর কোনও খোঁজ পাওয়া যায়নি।

এই ঘটনার খবর পেয়ে সোনালীর বাড়ির লোকজন হাসপাতালে পৌঁছন। প্রসেনের নামে বারুইপুর থানায় খুনের অভিযোগও দায়ের করেন। তাদের দাবি, গত কয়েকমাস ধরে ফোন করলেও সোনালীকে ফোন দিত না প্রসেন। হাসপাতালে এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পরও প্রসেনের পরিবারে কেউ তাদের সামনে আসেনি। সোনালীর বাবার অভিযোগ, মেয়ে কীভাবে মারা গিয়েছে জানি না। শুনেছি গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে। তবে আমার মনে হয় আমার মেয়েকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

আরও পড়ুন- বিয়ের মণ্ডপে পাত্রীকে চড় পাত্রর, পাল্টা সপাটে দিলেন কনেও! তারপর?

spot_img

Related articles

জম্মু ও কাশ্মীরে ভয়াবহ তুষারপাতের জের, বরফের তলায় চাপা পড়লেন যুবক!

অল্পের জন্য প্রাণ বাঁচল জম্মু ও কাশ্মীরের এক যুবকের। আচমকা বরফ চাপা পড়ে যুবককে তৎপরতার সঙ্গে উদ্ধার করল...

তুষারঝড়ে বিপর্যস্ত আমেরিকা: বিদ্যুৎবিহীন বিস্তীর্ণ এলাকা, বাতিল ১০ হাজারের বেশি বিমান

মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দক্ষিণ থেকে উত্তর-পূর্ব পর্যন্ত প্রায় ১,৩০০ মাইল বিস্তৃত এলাকায়...

নন্দীগ্রামে ফের সমবায় জয় তৃণমূলের! সেবাশ্রয়ের সুফল!

বিধানসভা নির্বাচনের আগেই কী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Shuvendu Adhikari) দিক থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে নন্দীগ্রাম(Nandigram)। গত কয়েকটি সমবায়...

সায়নের গোলই স্বস্তির জয়, কোয়ার্টার ফাইনালে বাংলা

সন্তোষ ট্রফিতে(Santosh Trophy) রাজস্থানকে ১-০ গোলে হারাল বাংলা (Bengal)। তিন ম্যাচ জিতে শেষ আটে স্থান নিশ্চিত বঙ্গ ব্রিগেডের।...