Thursday, January 1, 2026

প্রেমিকাকে মৃত বলে ঘোষণা করতেই হাসপাতাল থেকে উধাও প্রেমিক

Date:

Share post:

আজব কাণ্ড ঘটল বারুইপুর জেলা হাসপাতালে। প্রেমিকাকে চিকিৎসক মৃত বলতেই হাসপাতাল থেকে উধাও হয়ে গেল প্রেমিক ও তার পরিবারের লোকেরা। বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে পালিয়ে গিয়ে প্রেমিকের সঙ্গে থাকছিল কুলতলি (Kultali)-র এই তরুণী। কিন্তু শেষপর্যন্ত প্রেমিকের সঙ্গেও সংসার করা হল না।
পুলিশ জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার কুলতুলি (Kultali)-র বাসিন্দা সোনালী নস্করের সঙ্গে ফেসবুকে আলাপ হয়েছিল প্রসেন মণ্ডলের। শাসনের বাসিন্দা প্রসেন। সেখান থেকেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। কিন্তু মেয়েটির পরিবারের লোক প্রসেনের সঙ্গে তাঁর বিয়ে দেয়নি। রাজ্য পুলিসের এক কর্মীর সঙ্গে বিয়ে দেয়। কিন্তু সেখানে সংসার না করে ২০২১-এর নভেম্বর মাসে ব্যারাকপুরের শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যায় সোনালী। এরপর থানায় একটি নিখোঁজ ডাইরিও করেন সোনালীর স্বামী।

এদিকে, সোনালী শ্বশুরবাড়ি থেকে পালিয়ে গিয়ে প্রসেনের সঙ্গে শাসনে বাড়ি ভাড়া নিয়ে থাকছিল। সোনালীর পরিবার সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যেয় সোনালীকে বারুইপুর জেলা হাসপাতালে নিয়ে আসে প্রসেন ও তার পরিবার। সেখানেই সোনালী মৃত্যু হয়। হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করার পরেই হাসপাতাল থেকে পালিয়ে যায় প্রসেন ও তার পরিবারের লোকেরা। তারপর থেকে তাদের আর কোনও খোঁজ পাওয়া যায়নি।

এই ঘটনার খবর পেয়ে সোনালীর বাড়ির লোকজন হাসপাতালে পৌঁছন। প্রসেনের নামে বারুইপুর থানায় খুনের অভিযোগও দায়ের করেন। তাদের দাবি, গত কয়েকমাস ধরে ফোন করলেও সোনালীকে ফোন দিত না প্রসেন। হাসপাতালে এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পরও প্রসেনের পরিবারে কেউ তাদের সামনে আসেনি। সোনালীর বাবার অভিযোগ, মেয়ে কীভাবে মারা গিয়েছে জানি না। শুনেছি গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে। তবে আমার মনে হয় আমার মেয়েকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

আরও পড়ুন- বিয়ের মণ্ডপে পাত্রীকে চড় পাত্রর, পাল্টা সপাটে দিলেন কনেও! তারপর?

spot_img

Related articles

জানুয়ারিতেই ছুটবে বন্দে ভারত স্লিপার: ঘোষণা রেলমন্ত্রীর

বন্দে ভারত স্লিপারের কথা আগেই জানিয়েছিল রেল। এবার তার দিনক্ষণ জানিয়ে দিলেন রেলমন্ত্রী। বৃহস্পতিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন,...

দর্শকদের জন্য স্বস্তি! মেসি ইভেন্টের টিকিটের দাম ফেরতের প্রক্রিয়া শুরু

নতুন বছরের শুরুতেই মেসি ইভেন্টে (Messi Event) দর্শকদের টিকিটের দাম ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করল সিট।  টিকিট বিক্রি...

স্টুডেন্টস উইক: ভবিষ্যতে পড়ুয়াদের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর

ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকাদের ‘স্টুডেন্টস ডে’ তথা আজ ‘স্টুডেন্টস উইক’-এর(Student week) সূচনার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা...

কেন্দ্রের ঘোষণাতেই বড় ধাক্কা! দেশের সর্বোচ্চ সিগারেট উৎপাদক সংস্থার শেয়ার তলানিতে

দেশের সর্বোচ্চ সিগারেট উৎপাদক সংস্থা ITC-এর শেয়ারে (share market) বড় ধস! বুধবার কেন্দ্রীয় সরকারের সিগারেট ও তামাকজাত পণ্যের...