Monday, May 5, 2025

ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তি উদ্বোধন মোদির, ‘মূর্তি রাজনীতি’ কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

বাংলার পাঠানো নেতাজি ট্যাবলো বাতিলের ঘটনায় রীতিমতো চাপের মুখে পড়ে ইন্ডিয়া গেটে নেতাজির(Netaji) মূর্তি প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদি। সেইমতো নেতাজির ১২৫ তম জন্ম জয়ন্তীতে রবিবার ইন্ডিয়া গেটে(India gate) নেতাজির হলোগ্রাম মূর্তি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পাশাপাশি উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও ইন্ডিয়া গেটে এদিন নেতাজির হলোগ্রাম মূর্তি উদ্বোধনকে নরেন্দ্র মোদির “মূর্তি রাজনীতি” বলে কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

আরও পড়ুন:Uttar Pradesh BJP: প্রচারে যাওয়া উপমুখ্যমন্ত্রীকে ‘চোর’ বলে দোর বন্ধ করলেন ক্ষুব্ধ মহিলারা

নেতাজির হলোগ্রাম মূর্তি উদ্বোধনের পর এদিন সাদামাটা ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “নেতাজি সুভাষ আমাদের স্বাধীন ভারতের বিশ্বাস দিয়েছিলেন। আত্মবিশ্বাস, সাহসের সঙ্গে ব্রিটিশদের বলেছিলেন, স্বাধীনতা ভিক্ষা নেব না। নেতাজি বলেছিলেন, স্বাধীনতা অর্জন করব। এই মূর্তি স্বাধীনতার মহানায়কের প্রতি গোটা দেশের শ্রদ্ধাঞ্জলি।” এরপরই গুজরাটের প্রশংসা করতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তিনি বলেন, আগে দেশে কোন প্রাকৃতিক বিপর্যয় এলে কেন্দ্রীয় কৃষি বিভাগ পূর্বাভাস দিত। এই নীতি দেশের মধ্যে প্রথম বদল করেছিল গুজরাট। প্রাকৃতিক বিপর্যয় সামাল দিতে প্রথম আলাদা দপ্তর গঠন করা হয় গুজরাটে। এরপর কেন্দ্রীয় সরকার এই পরিস্থিতি সামাল দিতে বিপর্যয় মোকাবিলা বাহিনী গঠন করে। এখন এই বাহিনী জন্য করোনার বিরুদ্ধে লড়াই সহজ হয়েছে।

এরপর নেতাজি প্রসঙ্গে ফিরে এসে প্রধানমন্ত্রী বলেন, “আন্দামানে একটি দ্বীপের নাম নেতাজির নামে রাখা হয়েছে। নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশ করেছে আমাদের সরকার। আমি বিশ্বাস করি নেতাজির স্বপ্নপূরণ আমরা ঠিক করতে পারব।”

নেতাজি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর নরেন্দ্র মোদি সরকারকে আক্রমণ শানাতে ছাড়েনি তৃণমূল। এদিন টুইটে মোদি সরকারকে আক্রমণ শানিয়ে কুণাল ঘোষ লেখেন, “দিল্লিতে নেতাজির মূর্তি। চাপের মুখে হঠাৎ ঘোষণা। তাই আসল মূর্তি নেই। বিকল্প প্রচার।” একই সঙ্গে মোদির ভাষণকে কটাক্ষ করে তিনি লেখেন, “প্রধানমন্ত্রী আসল কোনো ঘোষণা করলেন না। অন্তর্ধান তদন্তের পরের ধাপ নেই। জাতীয় ছুটি নেই। রেনকোজি DNA test নেই। প্রথম প্রধানমন্ত্রীর স্বীকৃতি নেই। মূর্তি রাজনীতি ধরা পড়ে যাচ্ছে।”

spot_img

Related articles

চেনা মেজাজে মুখ্যমন্ত্রী, বহরমপুরে আচমকা ঢুকলেন প্রতিমাশিল্পীর বাড়ি

জনসংযোগ জননেত্রীর। বালিগঞ্জ হোক কিংবা বহরমপুর মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গাতেই মিশে যান মানুষের ভিড়ে। মানুষের ঘরে। হ্যাঁ, ঘরে।...

পিএফ বঞ্চনার প্রতিবাদ! চা-বাগান মালিকদের বিরুদ্ধে বড় লড়াইয়ের ডাক আইএনটিটিইউসির

চা-বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) বঞ্চনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি পিএফ অফিসের সামনে অবস্থান বিক্ষোভে অংশ নিলেন...

টুটুকে নিয়ে মিলল না সমাধান, ফের হবে বৈঠক

টুটু বোসের(Tutu Bose) পদত্যাগ গ্রহনের সিদ্ধান্ত ঝুলেই রইল। সোমবারের বৈঠকেও মিলল না সমাধান। পরের সপ্তাহে ফের মোহনবাগানের(Mohunbagan) কার্যকরী...

সিনেমায় কোপ! ট্রাম্পের নতুন ঘোষণায় চিন্তায় ভারতের প্রযোজকরা

ট্রাম্পের শুল্কের বন্যায় অস্থির বিশ্ব। চিনের উপর আবার অতিরিক্ত শুল্ক। এবার বিনোদন ক্ষেত্রকেও চড়া শুল্কের আওতায় আনলেন মার্কিন...