Shahid Afridi: করোনায় আক্রান্ত পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি

এই মুহূর্তে  নিজের বাড়িতেই নিভৃতবাসে আছেন আফ্রিদি

করোনায় ( Corona) আক্রান্ত পাকিস্তানের ( Pakistan) প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি( Shahid Afridi)। বৃহস্পতিবার নিজেই টুইট করে জানালেন সেকথা। এই মুহূর্তে  নিজের বাড়িতেই নিভৃতবাসে আছেন আফ্রিদি।

এদিন টুইটারে আফ্রিদি লেখেন,” দুর্ভাগ্যজনক ভাবে আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। কিন্তু বিন্দুমাত্র উপসর্গ নেই। আশা করি তাড়তাড়ি সুস্থ হয়ে যাব। যত দ্রুত সম্ভব কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে যোগ দেব। পিএসএলের সব দলকে শুভেচ্ছা। আমার শেষ পিএসএলে নিজের সেরাটা উজাড় করে দেব।”

এদিকে বৃহস্পতিবার থেকে পিএসএল শুরু হওয়ার কথা। আর সে দিনই আফ্রিদির করোনা পরীক্ষার ফল পজিটিভ আসায় চিন্তা পিএসএল দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের। এই বছরই মুলতান সুলতান্স থেকে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে এসেছেন আফ্রিদি।

আরও পড়ুন:Charanjit Singh: প্রয়াত ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক চরণজিৎ সিং