কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিউরাপ্পার নাতনির মৃতদেহ উদ্ধার ব্যাঙ্গালুরুতে

ব্যাঙ্গালুরুর(Bengaluru) এক আবাসন থেকে উদ্ধার হল কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিউরাপ্পার(BS Yeddyurappa) নাতনির মৃতদেহ। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। যদিও এই মৃত্যুকে আত্মহত্যা হিসেবেই মনে করছে তদন্তকারীরা।কর্ণাটকের(karnatak) প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিউরাপ্পার নাতনির মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম সৌন্দর্য, পেশায় চিকিৎসক। বয়স ৩০। মৃত ওই তরুণী ইয়েদুরাপ্পা দ্বিতীয় মেয়ে পদ্মাবতীর কন্যা। ২০১৮ সালে নিজেরই সহকর্মী ডা.‌ নীরজ এসকে বিয়ে করেন তিনি। শুক্রবার সকালে নীরজ হাসপাতালের উদ্দেশে বেরিয়ে যান। এর পর তাঁদের পরিচারিকা এসে ফ্ল্যাটের দরজায় ধাক্কা দেন। অনেকক্ষণ ধাক্কা দেওয়ার পরেও কেউ খোলেননি। এরপর ফোন করা হয়নি নীরজকে।

আরও পড়ুন:অবৈধ কয়লা মজুতের বিরুদ্ধে অভিযান: পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে উত্তপ্ত খয়রাশোল

নীরজ স্ত্রীকে ফোন করলে তিনি ফোন ধরেননি। এরপর নিরজ বাড়িতে চলে আসেন এবং থানায় খবর দেন। পুলিশ এসে ধাক্কা দিয়ে দরজা খোলে, এরপরই উদ্ধার হয় সৌন্দর্যের মৃতদেহ। খবর পেয়ে ইয়েদুরাপ্পার বাড়িতে ছুটে যান মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই সহ রাজ্যের কয়েক জন মন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতারা।

Previous articleঅনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শেষ চারে পৌঁছে চমক আফগানদের
Next articleবাজেট পেশের ঠিক আগে দেশের নতুন মুখ্য আর্থিক উপদেষ্টা হলেন নাগেশ্বরন