Tmc: দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূলের নির্বাচনী কো-অর্ডিনেটর বদল

অরূপ বিশ্বাসের জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে কুণাল ঘোষ ও শওকত মোল্লাকে

দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূলের (Tmc) জেলা ভিত্তিক নির্বাচনী কো-অর্ডিনেটর বদল। পুরভোটের জন্য জেলা ভিত্তিক কো-অর্ডিনেটর নিয়োগ করেছে তৃণমূল। দক্ষিণ ২৪ পরগনায় দায়িত্ব দেওয়া হয়েছিল রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) ও তৃণমূলের জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী (Shubhasish Chakraborty)।

আরও পড়ুন- SSC: এসএসসি গ্রুপ-ডি  পদে ৫৭৩ জনের নিয়োগ বাতিল করল হাইকোর্ট

বুধবার, তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Parth Chattopadhyay) জানান, দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূলের জেলা ভিত্তিক নির্বাচনী কো-অর্ডিনেটর বদল করা হয়েছে। অরূপ বিশ্বাসের জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) ও নেতা শওকত মোল্লাকে (Soukat Molla)। জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী আগেই ছিলেন। তার সঙ্গেই নির্বাচনী কো-অর্ডিনেটরের দায়িত্ব সামলাবেন শওকত ও কুণাল। অরূপ বিশ্বাসকে বর্ধমানের নির্বাচনী কো-অর্ডিনেটরের দায়িত্ব দেওয়া হয়েছে।

Previous articleSSC: এসএসসি গ্রুপ-ডি  পদে ৫৭৩ জনের নিয়োগ বাতিল করল হাইকোর্ট
Next articleগ্রামীণ অর্থনীতি ও পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ৯ দফতরকে ৫০০ কোটি টাকা বরাদ্দ রাজ্যের