Tuesday, November 11, 2025

কংগ্রেস- বিজেপির গোপন আঁতাত: গোয়ায় দুই প্রতিপক্ষকে ধুইয়ে দিলেন অভিষেক

Date:

Share post:

গোয়ায় বিধানসভা ভোটের (Goa Assembly Election) প্রচারে গিয়ে বিজেপি ও কংগ্রেসকে ধুইয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee in Goa)। বিজেপি- কংগ্রেসের (BJP- Congress) মধ্যে গোপন আঁতাত থেকে রাজনৈতিক কারণে তদন্তকারি সংস্থাকে ব্যবহার করা কোনও কিছুই এদিন বাদ যায়নি তাঁর বক্তৃতায়।

তিনি বললেন, “ইডি – সিবিআই অন্য কোনো দলের কাউকে ডাকে না। শুধু তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) নেতাদেরই ডাকে। আমাকেও দশবার নোটিশ পাঠিয়েছে। ভেবেছে এভাবে নোটিশ পাঠালে চুপ করে যাব। ভয় পেয়ে যাব। যত আঘাত করবে, ততই আমরা জমি থেকে আরও বেশি শক্তি নিয়ে লড়াই করব। এভাবে তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে না।”

আরও পড়ুন-৪ পুরসভায় ভোট: শেষ লগ্নের প্রচারে শুধুই তৃণমূল, পাত্তা নেই বিরোধীদের

অভিষেক (Abhishek Banerjee in Goa) বৃহস্পতিবার গোয়ায় দুটি সভা করেন। প্রথমটি চার্চ ময়দানে। দ্বিতীয়টি আলডোনায়। দুটি সভাতেই বিজেপি ও কংগ্রেসের আঁতাত ঘুরে ফিরে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতায়। কংগ্রেস সুযোগ পেয়েও বিজেপির হাতে নিজেদের বিধায়কদের তুলে দিয়েছে। গত বিধানসভায় কংগ্রেস সরকার তৈরি করতে পারতো গোয়ায়। কিন্তু বিজেপির সঙ্গে গোপনে হাত মিলিয়ে গোয়ার সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে৷ তাই এই কংগ্রেসকে একটাও ভোট নয়। আর বিজেপিকে তো দেখলেন। আর ডাবল ইঞ্জিনের সরকার (Double Engine Government) থাকা সত্ত্বেও গোয়ার জন্য বিজেপি কিছুই করেনি। দেশের জন্যও কিছু করেনি। বিজেপিকে দেশ থেকেও বিতারিত করতে হবে। বিজেপি সরকারের আমলে সীমাহীন দুর্নীতি, বেকারত্ব গোয়াকে পিছনের সারিতে নিয়ে গিয়েছে। একথা বলে অভিষেক সরাসরি অভিযোগ করেন, গোয়ায় একজন বেকার যুবককে চাকরি পেতে হলে মন্ত্রীকে ২০ লক্ষ টাকা ঘুষ দিতে হয়। তৃণমূল কংগ্রেসের সরকার তৈরি হলে গোয়ার সমস্ত শূন্য পদে দ্রুত নিয়োগ করা হবে।

এদিন বিজেপিকে (BJP) কার্যত হুশিয়ারি দিয়ে অভিষেক বলেন, তৃণমূল কংগ্রেস জোড়া ফুলের দল। আমাদের প্রতীকে ফুল ও ঘাস দুইই রয়েছে। যত কাটবে তত বেশি করে গজাবে। তাই ধমকে চমকে আমাদের দমিয়ে রাখা যাবে না।

 

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...