Sandhya Mukhopadhyay: পূর্ণ মর্যাদায় বুধবার শেষকৃত্য সন্ধ্যা মুখোপাধ্যায়ের

মঙ্গলবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee)। তাঁর মৃত্যুর খবর পেয়ে তড়িঘড়ি উত্তরবঙ্গ সফর ছেঁটে ফেলেই কলকাতা ফিরছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের সর্বোচ্চ মর্যাদায় (Highest state honours) শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার উত্তরবঙ্গ থেকে ফেরার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। কিন্তু সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণের খবর পেয়ে তিনি এক দিন আগেই ফিরছেন কলকাতায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের সর্বোচ্চ মর্যাদায় গান স্যালুটের মধ্যে দিয়ে শেষ বিদায় জানানো হবে কিংবদন্তি শিল্পীকে। তার আগে বুধবার বেলা ১২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত রবীন্দ্রসদনে প্রয়াত শিল্পীর মরদেহ রাখা থাকবে। সাধারণ মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। এরপর কেওড়াতলা মহাশ্মশানে গান স্যালুটের মধ্যে দিয়ে চিরবিদায় জানানো হবে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে।

আরও পড়ুন- সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ তৃণমূল সাংসদদের, শান্তনু তোপ দাগলেন বিজেপির বিরুদ্ধে

Previous articleIFA: প্রাক্তন ফুটবলারদের পেনশন দিতে চলেছে রাজ‍্য সরকার, বৈঠক আইএফএতে
Next articleAtk Mohunbagan: মনবীরের জোড়া গোল, এফসি গোয়াকে ২-০ উড়িয়ে দিল বাগান ব্রিগেড