Sunday, December 21, 2025

UttaraKhand: পোস্টাল ব্যালটে একের পর এক ভোট দিচ্ছেন এক ব্যক্তি! ভিডিও ভাইরাল

Date:

Share post:

“সবার অবগতির জন্য একটি ছোট ভিডিও ভাইরাল করছি, এতে, কিভাবে একটি সেনা কেন্দ্রে একজন ব্যক্তি সব ভোটে টিক দিচ্ছেন এমনকি সকলের স্বাক্ষরও একই ব্যক্তি করছেন, তার একটি নমুনা দেখুন। নির্বাচন কমিশন বিষয়টি খতিয়ে দেখবে কি ?” টুইটারে এই বার্তার সঙ্গে একটি ভিডিয়ো শেয়ার করে আলোড়ন ফেলে দিয়েছেন কংগ্রেসের(Congress) সাধারণ সম্পাদক হরিশ রাওয়াত(Harish Rawat)।

ভিডিয়োতে দেখা গিয়েছে একটি সেনা কেন্দ্রে একজন ব্যক্তি একের পর এক পোস্টাল ব্যালটে(Postal ballot) ভোট দিয়ে যাচ্ছেন। টুইটারের সঙ্গে ফেসবুকেও এই ভিডিয়ো শেয়ার করেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। উত্তরাখণ্ডের কংগ্রেস মুখপাত্র সুরেন্দ্র কুমার এই প্রসঙ্গে জানিয়েছেন, এই ঘটনাটি উত্তরাখণ্ডের। সুরেন্দ্র জানিয়েছেন, এখনও অবধি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে কমিশনে অভিযোগ জানানো না হলেও খুব সম্ভবত কমিশনের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিতভাবে এই মামলার তদন্ত করা হতে পারে। কংগ্রেস নেতার অভিযোগ, গণতন্ত্রকে ‘উপহাস’-এ পরিণত করা হয়েছে এবং নির্বাচন কমিশনের উচিৎ এই ঘটনায় জড়িতের বিরুদ্ধে পদক্ষেপ করা।

 

আরও পড়ুন:দাউদ যোগের অভিযোগ: মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিককে গ্রেফতার করল ইডি

উত্তরাখণ্ড বিধানসভার বিরোধী দলনেতা কংগ্রেসের প্রীতম সিং জানিয়েছেন, “এই ভিডিয়ো থেকে প্রমাণিত গণতন্ত্রকে উপহাসে পরিণত করা হয়েছে। একজন ব্যক্তি সেনা কেন্দ্রে একের পর এক পোস্টাল ব্যালটে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সই করছেন।” রাজ্য বিজেপির মিডিয়া সেলের ইনচার্জ মনবীর সিং চৌহান জানিয়েছেন, জনগণকে ভুল পথে চালিত করার যে প্রয়াস নির্বাচনের আগে কংগ্রেস করেছিল, তাতে ব্যর্থ হয়েই তারা এই ধরনের অভিযোগ করছে। আগামী দিনে নির্বাচন কমিশন এই ভিডিয়ো প্রসঙ্গে কী পদক্ষেপ নেয়, সেই দিকেই নজর থাকবে সকলের।

spot_img

Related articles

একলাফে নামল পারদ, আজ কলকাতায় মরশুমের শীতলতম দিন! 

উষ্ণতার গ্রাম সামান্য উর্ধ্বমুখী হতেই শীতের আমেজ থেকে বঞ্চিত হতে হয়েছিল দক্ষিণবঙ্গবাসীকে। শনিবারের ঘন কুয়াশার মাঝেই প্রায় ১৭...

রবিবাসরীয় ম্যারাথনে দুপুর পর্যন্ত একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ কলকাতা পুলিশের

ছুটির সকালে কলকাতার একাধিক রাস্তায় গাড়ি চলাচল নিষিদ্ধ। রবিবার ভোর থেকে দুপুরে একটা পর্যন্ত ম্যারাথনের কারণে একাধিক গুরুত্বপূর্ণ...

উর্দি গায়ে প্রতিবাদী শাশ্বত, আন্দোলনের প্রেক্ষাপটে প্রকাশ্যে ‘হোক কলরব’ মোশন পোস্টার 

দৃপ্ত চোখ, হাতে জ্বলন্ত বোতল। রাজ চক্রবর্তীর ছবিতে ফের পুলিশ অফিসারের ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। তবে কোনও...

‘এ জন্মেই পুনর্জন্ম’, উৎপল সিনহার কলম

ক্রুর ঝড় থেমে গ্যাছে , এখন আকাশ বড় নীল। গাছের সবুজ পাতা কেঁপে কেঁপে অত্যন্ত সুসম বিন্যাসে আবার...