Eucraine-Russia : রাশিয়াকে জব্দ করতে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেন নিয়ে ফের বৈঠক

কিছুতেই রাশিয়াকে বাগে আনতে পারছে না রাষ্ট্রসঙ্ঘ । ইউক্রেনের ওপর রাশিয়ার লাগাতার আক্রমণ ও বোমাবর্ষণ চলছেই। এই অবস্থায় ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসন রুখতে ফের বৈঠক ডাকল রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ । সোমবার এই বৈঠক বসছে।

 

এর আগেও ইউক্রেন – রাশিয়া যুদ্ধ বন্ধ করতে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ বৈঠক ডেকেছিল। আমেরিকা ও আলবেনিয়া যৌথভাবে সেই প্রস্তাব এনেছিল। বিশ্বের ১১ টি দেশ তাতে সম্মতি দিলেও ভারত, চিন ও সংযুক্ত আরব আমিরশাহি ভোটদান থেকে বিরত ছিল । ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণ বন্ধ করতে এবং সেনা প্রত্যাহারের কথা বলেছিল নিরাপত্তা পরিষদ। কিন্তু নিজের ভেটো ক্ষমতা প্রয়োগ করে রাষ্ট্রসঙ্ঘের সেই প্রস্তাব খারিজ করে দেয় রাশিয়া।

ফলে জরুরি ভিত্তিতে আবার বিশেষ বৈঠক ডাকল রাষ্ট্রসঙ্ঘ। এই অধিবেশনে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার ১৯৩টি সদস্য দেশকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

 

 

Previous articleযুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন নিয়ে উদ্বেগ: মোদিকে চিঠি মমতার, সর্বদল বৈঠক ডাকার আর্জি
Next articleSatellite Image: রাজধানীর দখল চাই, কিভের পথে ৫ কিমি দীর্ঘ আগ্রাসী রুশ বাহিনী