Sonu Sood : ইউক্রেনে গিয়ে ভারতীয় পড়ুয়াদের সীমান্ত পার করে দেশে ফেরাচ্ছেন সোনুর দল

আবারও ত্রাতার ভূমিকায় বলিউড অভিনেতা সোনু সুদ (Sonu Sood)।  সুদূর ইউক্রেনে সোনুর দল পৌঁছে গিয়ে উদ্ধারকাজ শুরু করে দিয়েছেন। এক এক করে দেশের পড়ুয়াদের বের করে নিয়ে আসছেন রণক্ষেত্র থেকে।  সোনু নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন।

 

এর আগে করোনা সঙ্কটের সময় সোনু বহু মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। অভিনেতা থেকে প্রকৃতঅর্থেই ‘নায়ক’ হয়ে উঠেছিলেন। আর এবার আবারো । সোনু  নিজের ট্যুইটার হ্যান্ডলে এই অভিজ্ঞতার কথা লিখেছেন । সোনু লিখেছেন, ইউক্রেনে আমাদের পড়ুয়ারা খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। এবং সম্ভবত এটিই আমার সবচেয়ে কঠিন কাজ। সৌভাগ্যবশত আমরা ভারতীয় পড়ুয়াদের সুরক্ষিত ভাবে ইউক্রেনের সীমান্ত পার করাতে পেরেছি। ওদের এখন আমাদেরকে প্রয়োজন। বিদেশমন্ত্রক, পোল্যান্ডকে আপনাদের তৎক্ষণাৎ দায়িত্বপালনের জন্য ধন্যবাদ। নিচে জয় হিন্দ লিখে ভারতীয় পতাকার ইমোজি পোস্ট করেছেন সোনু সুদ।

 

 

Previous articleAryan Khan Drug Case: মাদক মামলায় এখনই ক্লিন চিট পাচ্ছেন না আরিয়ান খান
Next articleBanaras: নামে যোগী কাজে ভোগী: ‘বিভাজনের নায়ক’কে ঝাঁঝালো আক্রমণ মমতার