Friday, January 9, 2026

India Team: জয় দিয়ে আইসিসি মহিলা বিশ্বকাপের অভিযান শুরু করল ভারতীয় দল

Date:

Share post:

জয় দিয়ে আইসিসি মহিলা বিশ্বকাপের (ICC World Cup ) অভিযান শুরু করল ভারতীয় দল (India) । রবিবার ভারতের প্রমিলা ব্রিগেড হারাল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে (Pakistan)। বিশ্বকাপের প্রথম ম‍্যাচে পাকিস্তানকে ১০৭ রানে হারল মিতালি রাজের ( Mithali Raz) দল। ব্যাট ও বল উভয়তেই পাকিস্তানকে মাত দিলেন স্মৃতি মান্ধনা-ঝুলন গোস্বামীরা।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক মিতালি রাজ। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৪ রান করেন ভারতের প্রমিলা ব্রিগেড। ভারতের হয়ে ব‍্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স স্মৃতি মান্ধনা, পুজা বস্ত্রকার, স্নেহ রানা, দিপ্তি শর্মা। ৫২ রান করেন স্মৃতি। ৬৭ রান করেন পুজা। স্নহ করেন ৫৩ রান। ৪০ রান করেন দীপ্তি শর্মা। তবে ম‍্যাচে এদিন রান পেলেন না অধিনায়ক মিতালি রাজ। মাত্র ৯ রান করেন তিনি। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন নাসরা সান্ধু এবং নিদা দার। একটি করে উইকেট নেন ডাইনা বেইগ, আনম আমিন এবং ফতিমা সানা।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৩৭ রানে গুটিয়ে যায় পাকিস্তান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান সিদরা আমিনের। ৩০ রান করেন তিনি। ভারতের হয়ে চার উইকেট গায়কোয়াডের। দুটি করে উইকেট ঝুলন গোস্বামী এবং স্নেহ রানার। একটি করে উইকেট নেন মেঘনা সিং এবং দীপ্তি শর্মার।

এই জয়ের পর ভারত অধিনায়ক মিতালি রাজ বলেন,” প্রথম ম্যাচ জিতে স্বস্তি লাগছে, তবে এখনও অনেক কিছু ঠিক করতে হবে। হেলায় উইকেট দিয়ে এলে চাপ তৈরি হয়। পুজা এবং স্নেহর ব্যাট আমাদের ম্যাচে ফিরিয়ে আনে। টপ অর্ডার রান পেয়েছে। স্নেহ, পুজা এবং দীপ্তিদের মতো অলরাউন্ডার থাকলে দলের দুই বিভাগই শক্তিশালী হয়।”

আরও পড়ুন:Arindam Bhattacharya: আইএসএলে নিজের পারফরম্যান্স নিয়ে কী বললেন লাল-হলুদ গোলরক্ষক ?

 

spot_img

Related articles

দু’ঘণ্টা পার, দিল্লিতে এখনও আটক তৃণমূল সাংসদরা! ফেসবুক লাইভে ইডিকে তোপ মহুয়ার 

ঘড়ির কাঁটা বারোটা পেরিয়ে যাওয়ার পরও দিল্লির পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনেই আটক তৃণমূল সাংসদরা। দু'ঘণ্টার বেশি সময় ধরে...

আইপ্যাক কাণ্ডে অভিযোগ দায়ের মুখ্যমন্ত্রীর

গতকাল সেক্টর ফাইভে আইপ্যাক এর অফিসে ইডি হানা, ইডির বিরুদ্ধে নথি চুরির অভিযোগে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় লিখিত...

সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত

শুক্রবার সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature)। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে ১০- ১১ ডিগ্রি...

লজ্জা! এটাই বিজেপি নতুন ভারতের রূপ! সর্বশক্তি দিয়ে তোমাদের হারাবে তৃণমূল, গর্জন অভিষেকের

স্বৈরাচারের নির্লজ্জ সীমায় পৌঁছে গিয়েছে বিজেপি। অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। স্বৈরাচারী বিজেপি গণতন্ত্রের শেষটুকু উপড়ে ফেলে...