Bangladesh-India: করোনা মোকাবিলায় বাংলাদেশের পাশে ভারত

খায়রুল আলম, ঢাকা

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় ভারত যেভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল, করোনাতেও বাংলাদেশের পাশে ভারত দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন বাংলাদেশের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারত সরকারের উপহার হিসেবে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা করেন। ভারত-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় ভারত যেভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল, তেমনিভাবে করোনা মহামারির সময়ও অক্সিজেন সরবরাহ করে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে ভারত। স্বাস্থ্যখাতে ভারত বরাবরের মতো বাংলাদেশকে সহযোগিতা করে আসছে এবং তা আগামী দিনেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন- ভারতীয়দের ফেরাতে ফোনালাপ পুতিন-মোদির: নিরাপদে ফেরানোর আশ্বাস রাশিয়ার

Previous articleShane Warne: হৃদরোগে আক্রান্ত হয়েই প্রান হারিয়েছেন শেন ওয়ার্ন, জানাল থাইল্যান্ড পুলিশ
Next articleI-League: আইলিগে জয়ের হ‍্যাটট্রিক মহামেডানের