জোড়া কাউন্সিলরের মৃত্যুতে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে এডিজি আইনশৃঙ্খলা

দুই কাউন্সিলর খুনের ঘটনায় সোমবার নবান্নে পুলিশ- প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব, মুখ্যসচিব, এডিজি সিআইডি, এডিজি আইনশৃঙ্খলা৷

নবান্ন সূত্রে জানা গিয়েছে একদিনে জোড়া কাউন্সিলর হত্যার ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব এই দু’টি ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের গ্রেফতার করতে হবে। রবিবার পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু এবং উত্তর চব্বিশ পরগণার পানিহাটিতে তৃণমূলের কাউন্সিলর অনুপম দত্ত খুন হন৷ ইতিমধ্যেই দু’টি ঘটনাতেই অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ৷


 

Previous articleBJP: মরিয়া চেষ্টা! প্রার্থী ঘোষণার আগেই ২ কেন্দ্রের উপনির্বাচনে পরিচালন কমিটি গড়ল বিজেপি
Next articleRupa: পকেটমারি! অভিযুক্ত অভিনেত্রীর ১৭ মার্চ পর্যন্ত জেল হেফাজত