Anubrata Mandal: গরুপাচার মামলায় এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ অনুব্রত মণ্ডল

সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ বীরভূম জেলে তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সমবার গরুপাচার মামলায় কলকাতা হাইকোর্টে আবেদন করলেন তিনি। মামলাটির দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন অনুব্রত।আগামী বুধবার মামলার শুনানি হবে।

আরও পড়ুন:SIT -কে এক মাসের মধ্যে আনিস মৃত্যু তদন্ত শেষ করার নির্দেশ হাইকোর্টের

চার রাজ্যে শাসক দলের ক্ষমতায় আসার পর ফের সক্রিয় কেন্দ্রীয় সংস্থাগুলি। এর আগে রাজ্যের পুরভোটের ঠিক আগেও গরুপাচার কাণ্ডে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলকে নোটিশ পাঠিয়ে হেনস্তা করা হয়। নিজাম প্যালেসে সিবিআই দফতরে আজ,১৪ মার্চ তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু বহুদিন ধরে অসুস্থ তিনি। তাই প্রথম থেকেই তিনি বলেছিলেন সশরীরে হাজিরা দিতে পারবেন না। তবে মামলায় সবরকমভাবে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন তিনি।


এর আগেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল। তবে অনুব্রতর আবেদন খারিজ করেছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। এবার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ বীরভূম জেলা সভাপতি।

Previous articlePakistan-imran khan : বেলাগাম মূল্যবৃদ্ধি , পাকিস্তানে কোণঠাসা ইমরান, বিপক্ষে সেনাও
Next articleকৃষিজাত পণ্যে দেশে শীর্ষে বাংলা, টুইটে কৃষকদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর