যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ফেরত পড়ুয়াদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী

১৬ মার্চ, বুধবার কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইউক্রেন ফেরত পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়

রুশ আগ্রাসনে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। যেখানে এই বাংলার হাজার হাজার পড়ুয়া আতঙ্কের সঙ্গে দিন কাটিয়েছে। অনেকে ফিরেছে, আবার এখনও না ফেরার তালিকাতেও রয়েছে অনেকে। যাঁরা প্রাণ হাতে করে নিয়ে ফিরেছেন, সেই ইউক্রেন ফেরত পড়ুয়াদের সঙ্গে এবার সরাসরি কথা বলবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, আগামী ১৬ মার্চ, বুধবার কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইউক্রেন ফেরত পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। তাঁদের সুবিধা-অসুবিধার কথাও শুনবেন তিনি। তাঁদের ভবিষ্যৎ নিয়ে রাজ্য সরকারের পরিকল্পনাও শোনাবেন তিনি।

আরও পড়ুন- “আমি আসানসোলে বহিরাগত হলে বারাণসীতে মোদি কী?” এই যুক্তিতেই বিজেপিকে “খামোশ” করলেন শত্রুঘ্ন

Previous article“আমি আসানসোলে বহিরাগত হলে বারাণসীতে মোদি কী?” এই যুক্তিতেই বিজেপিকে “খামোশ” করলেন শত্রুঘ্ন
Next articleCWC বৈঠকে পাঞ্জাব হাতছাড়া হওয়ার কারণ ব্যাখ্যা করলেন সোনিয়া