শান্তিনিকেতনের অনুকরণে বসন্ত উৎসব পালন দিশা কালচারাল অ্যাকাডেমির

বসন্ত এসে গেছে। দিগন্তে লেগেছে পলাশের রং। শুক্রবার দোল উৎসব। তার আগে বৃহস্পতিবার বসন্তকে আহ্বান করল বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব। থিম রাঙিয়ে দিয়ে যাও। আশা রঙের ছোঁয়ায় সাফ হোক অতিমারি।

আরও পড়ুন:Cyclone:ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি, বঙ্গে শঙ্কা কতটা?

বৃহস্পতিবার বিকেল থেকে বাগবাজারের দিশা কালচারাল একাডেমির পক্ষ থেকে বসন্ত উৎসব পালন করা হয়।।কোভিড মহামারি ভুলে প্রায় দুই বছর পর এই বছর একাডেমীর দশম বছর পূর্তীতে বসন্ত উৎসব পালিত হচ্ছে।

বিশ্বভারতীর অনুকরণে ব্রতচারী নৃত্যের মধ্যে দিয়ে নগর পরিক্রমায় দ্বারা সুচনা করা হয়।ছাত্র ছাত্রীদের নৃত্য , ও কবিগুরুর নৃত্যনাট্য ‘চন্ডালিকা’ ছিল এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ।।অনুষ্ঠান এর বিশেষ অতিথির আসনে ছিলেন কলকাতার প্রতিষ্ঠিত নৃত্য শিল্পী জয়দীপ পালিত,  অর্কদেব ভট্টাচার্য, কোরিওগ্রাফার বিজেন বড়ুয়া,ঋষি রায়চৌধুরী, ভারত সরকার এর পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রের অধিকর্তা শ্রী অভিজিৎ চট্টোপাধ্যায় ও আরও অনেকে। অনুষ্ঠান এর তত্ত্বাবধায়িকা ছিলেন নন্দিনী সাহা ও পরিচালনায় শ্রী প্রতাপ রায়।


Previous articleBreakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস
Next articleDol-Festivel: দোলে সুখী থাকতে পোশাক আর রং বাছুন নিজের রাশি অনুযায়ী