Russia-ukraine: ইউক্রেনে গত ২৪ ঘন্টায় ১৪ টি ক্ষেপণাস্ত্র, ৪০ টি বিমান হামলা রাশিয়ার

রাশিয়ার আগ্রাসী মনোভাব কিছুতেই কমছে না। যুদ্ধের ২৪ তম দিনে ইউক্রেনের উপরে আক্রমণের তীব্রতা আরো বাড়াল রাশিয়া। ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী গত ২৪ ঘন্টায় ১৪ টি ক্ষেপণাস্ত্র এবং ৪০ টি বিমান হামলা চালিয়েছে রাশিয়া।

এদিকে মস্কো প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে ইউক্রেনের উপরে আজ শনিবারও হামলা জারি থাকবে। যতক্ষণ না ইউক্রেন রাশিয়ার সব শর্ত মেনে নিচ্ছে আক্রমণ বন্ধ হবে না । শনিবার সকাল থেকে ইউক্রেনের একাধিক জায়গায় রুশ মিসাইল হামলা শুরু হয়ে গিয়েছে। জপোরিজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাছে মিসাইল হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর। কিভ ছাড়াও লিভ, ওডেসা, মাইকোলেভ, পোলটাভা-সহ একাধিক শহরে চলছে হামলা। খারকিভের বাজারে প্রবল গোলাবর্ষণ হচ্ছে বলে খবর এসেছে। বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন । মারিউপোলে ক্রামাটর্স্কে এয়ার স্ট্রাইক করেছে রাশিয়া। ইউক্রেন ছেড়ে পোল্যান্ডে আশ্রয় নিয়েছে ২ লক্ষেরও বেশি মানুষ।

 

Previous articleCongress: প্রেসিডেন্ট বদল নয় ,দলের সব সিদ্ধান্ত জানাতে হবে, সোনিয়ার কাছে দাবি জি-২৩ এর
Next articleShootout-Tiljala: তিলজলায় গোষ্ঠী সংঘর্ষ , গুলিবিদ্ধ ১