বিধ্বংসী আগুন রাজস্থানের সরিস্কা ব্যাঘ্র প্রকল্পে

প্রতীকী ছবি।

বিধ্বংসী আগুন রাজস্থানের সরিস্কা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পে (Fire Sariska Tiger Reserve)৷ রবিবার বিকেলে এই অরণ্যের প্রায় ১০ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। বাঘ, পরিবেশ ও এলাকা বাঁচাতে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চালাচ্ছে ভারতীয় বায়ুসেনা (Indian Airforce)। ইতিমধ্যে একাধিক বায়ুসেনার কপ্টার থেকে জল ফেলে চলছে আগুন নেভানোর কাজ। ব্যবহার করা হচ্ছে বাম্পি বাকেট। ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়েছে দু’টি এমআই-১৭ ভি ফাইভ হেলিকপ্টার পাঠানো হয়েছে৷

আগুন লেগেছে মূলত বাঘিনি এসটি-১৭-র এলাকায়৷ এই ব্যাঘ্র প্রকল্পে প্রায় ২০ টি বাঘের বাস৷ দমকলকর্মীরা এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি৷ বন আধিকারিক বলেন, “সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাটি অনেক বেশি উচ্চতায়। বর্তমানে আগুন নেভানোর প্রচেষ্টা ম্যানুয়ালি করা হচ্ছে এবং চপার থেকে জল বর্ষণ করা হচ্ছে।”

আরও পড়ুন-কংগ্রেসের শক্তিশালী হওয়া দরকার: নীতীন গড়করির মন্তব্যে জাতীয় রাজনীতিতে শোরগোল

আরাবল্লি পাহাড় এবং এর সঙ্কীর্ণ উপত্যকা জুড়ে বিস্তৃত সরিস্কা অরণ্য (Sariska Tiger Reserve)৷ ফলে এই অরণ্য অনেক বেশি শুষ্ক৷ এই প্রকল্পে বাঘের পাশাপাশি রয়েছে লেপার্ড, বন্য কুকুর, বনবিড়াল, হায়না এবং শিয়াল৷




Previous articleএশিয়ার ৯ কোটি মানুষকে দারিদ্র্যের চরম সীমায় পৌঁছে দিয়েছে ‘করোনা’!
Next articleপাহাড় তাঁর হৃদয়ে, পাহাড়ের মেয়েকেই বাড়ির বউ করে আনছেন, দার্জিলিংয়ের জানালেন মুখ্যমন্ত্রী