শিশুদের জন্য গান গেয়ে গ্র্যামি জয় ভারতীয় বংশোদ্ভূত ফাল্গুনী শাহের

২০২২-এর গ্র্যামি পুরস্কার (Grammy Award 2022) জিতে নিলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন গায়িকা ফাল্গুনী শাহ ( Falguni Shah)। গানের জগতে পরিচিত নাম ফালু ওরফে ফাল্গুনী শাহ। ছোটদের জন্য গান গেয়ে এবার গ্র্যামি পেলেন ফাল্গুনী। বেস্ট চিল্ড্রেন মিউজিক (Best Children Music ) বিভাগে তাঁর অ্যালবাম ‘আ কালারফুল ওয়ার্ল্ড ‘ ( A Colourfull World)এর জন্য পুরস্কৃত ফালু। এই অ্যালবামটিতে তিনি শিশুদের জন্যই গান গেয়েছেন। তিনি তাঁর এই সাফল্যর কথা শেয়ার করলেন ইনস্টাগ্রামে। সেখানে তিনি অনুরাগী এবং বন্ধু বান্ধব পরিচিতদের উদ্দেশ্য বার্তা দিলেন, আমি বাকরুদ্ধ। আজকের দিনের এই ম্যাজিকের জন্য। যে গান দিয়ে গ্র্যামি অনুষ্ঠানটির সূচনা হল সেই গানের জন্যই এই পুরস্কার পেলাম। সেই সঙ্গে ‘আ কালারফুল ওয়ার্ল্ডের’ নেপথ্যের গোটা টিম যাঁরা তাঁকে সাহায্য করেছেন তাঁদের ধন্যবাদ জানালেন। এই অসাধারণ স্বীকৃতির জন্য রেকর্ডিং অ্যাকাডেমিকে ধন্যবাদ জানিয়েছেন।

২০০৭ সালে ফাল্গুনীর প্রথম অ্যালবাম মুক্তি পায়। লোকগীতির পাশাপাশি পাশ্চাত্য গানেও তিনি বেশ জনপ্রিয়তা পেয়েছেন। প্রথম অ্যালবামের পর তার পরিচিতি বাড়তে শুরু করে। গান নিয়ে পরীক্ষা নীরিক্ষা করতে ভালবাসেন। সঙ্গীত পরিচালক এ আর রহমানের ( A R Rahaman) সঙ্গে কাজ করেছেন তিনি। ফাল্গুনী একমাত্র ভারতীয় বংশোদ্ভূত মহিলা যিনি দুবার গ্র্যামিসে সেরা শিশুদের সঙ্গীত অ্যালবাম বিভাগে মনোনীত হয়েছেন।

 

Previous articleমাধ্যমিকের ফাঁকা উত্তরপত্রে পুষ্পা রাজ!
Next articleবঙ্গ বিজেপির বেহাল অবস্থা, একান্ত বৈঠকে নাড্ডাকে অভিযোগ লকেটের