মাধ্যমিকের ফাঁকা উত্তরপত্রে পুষ্পা রাজ!

উত্তরপত্রের প্রতিটি পাতা ফাকা। কোনো পৃষ্ঠাতেই কোনও প্রশ্নের উত্তর লেখা নেই। শুধু প্রথম পাতায় বড় বড় করে লেখা “পুষ্পা, পুষ্পা রাজ, আপন লিখেগা নেহি।”

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে মাধ্যমিক -এর এই উত্তরপত্রের ছবিটি ভাইরাল হয়েছে। পরীক্ষার্থীর খাতা দেখতে গিয়ে অবাক পরীক্ষকও। এই তথ্য একদিকে যে হাস্যরসের উদ্রেক করে তা নিয়ে সন্দেহ নেই । কিন্তু বাস্তব চিত্রটি অত্যন্ত করুণ । করোনা অতিমরির জেরে দীর্ঘ দু বছর ক্লাস রুম থেকে দূরে পড়ুয়ারা। বই -খাতা -ক্লাসরুম -শিক্ষক সবকিছুর থেকেই অনেকটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল ছাত্র-ছাত্রীদের। পড়াশোনার থেকে পড়ুয়াদের অনেকটাই ফারাক তৈরি হয়ে গিয়েছিল। পড়ুয়াদের স্কুল স্কুল খোলা নেই। এই সুযোগে বহু ছাত্র-ছাত্রী যে পড়াশোনা শিকেয় তুলে দিয়েছিলেন তার প্রমাণ মাধ্যমিকের এই ধরনের উত্তরপত্রগুলো। সোশ্যাল মিডিয়ায় ।

এই ঘটনার পক্ষে-বিপক্ষে বহু সমালোচনা শুরু হয়েছে । অনেকের মতে এটি পড়ুয়াদের অজুহাত মাত্র। পড়াশোনা করতে চাইলে নিজের বাড়িতে বসে একমনে দিব্যি তা করা যায়। কিন্তু যে পড়ুয়ার অধ্যায়নে মন নেই সে তো সময় নষ্ট করে অজুহাত দেখাবেই।

 

Previous articleCorona Update: প্রায় দুবছর পর দৈনিক সংক্রমণ নামল ১০০০ এর নিচে
Next articleশিশুদের জন্য গান গেয়ে গ্র্যামি জয় ভারতীয় বংশোদ্ভূত ফাল্গুনী শাহের