ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে রাশিয়া নির্ভরতা কমাক, দিল্লিকে কড়া বার্তা আমেরিকার

প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত(India) রাশিয়ার(Russia) প্রতি অধিক নির্ভরশীল। ভারত এই নির্ভরশীলতা এবার কমাক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির মাঝে নয়াদিল্লিকে এমনই বার্তা দিল আমেরিকা(America)। শুক্রবার সাংবাদিক বৈঠকে পেন্টাগনের প্রেস সচিব জন কির্বি জানান, “ভারত ও অন্যান্য দেশগুলিকে আমরা স্পষ্টভাবে জানাতে চাই প্রতিরক্ষা ক্ষেত্রে তারা রাশিয়া নির্ভরশীলতা কমাক।”

শুধু তাই নয় ভারতকে বার্তা দিয়ে পেন্টাগনের তরফে আরও জানানো হয়েছে, ভারতের সঙ্গে আমাদের যে প্রতিরক্ষা সংক্রান্ত অংশীদারি রয়েছে তাকে আমরা যথেষ্ট গুরুত্ব দিতে চাই। আমেরিকার সঙ্গে ভারতের এই সম্পর্ক যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে ভারতের রাশিয়ার প্রতি নরম অবস্থান ভারত ও আমেরিকার কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি করেছে। আমেরিকার দাবি, রাশিয়ার সঙ্গ ত্যাগ করে এই যুদ্ধের বিরুদ্ধে সরব হোক নয়াদিল্লি। তবে এরই মাঝে রাশিয়া থেকে তেল আমদানি করেছে ভারত। রাশিয়ার অত্যাধুনিক এস -৪০০ মিসিলে ডিফেন্স সিস্টেম নিয়ে অত্যন্ত আশাবাদী ভারতীয় ফৌজ। যা নিয়ে আমেরিকার সঙ্গে ভারতের সমস্যা উত্তরোত্তর বাড়ছে। এহেন পরিস্থিতির মাঝেই এবার ভারতকে কড়া বার্তা দিল আমেরিকা।




Previous articleRishabh Pant:  নো-বল বিতর্কে শাস্তি পেলেন ঋষভ পন্থ, প্রবীণ আমরে
Next articleSealdah Station:আরও বড় হচ্ছে শিয়ালদহ স্টেশন, সব প্ল্যাটফর্মেই ১২ বগির ট্রেন