Fire at Beleghata: বেলেঘাটায় দাঁড়িয়ে থাকা লরিতে বিধ্বংসী আগুন!

শুক্রবার দুপুরে বেলেঘাটার বরফকল এলাকায় একটি পেট্রল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা ৩টি লরিতে হঠাত আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে দাউদাউ করে আগুন ছড়িয়ে পরে। কালো ধোঁওয়ায় ঢেকে যায় গোটা এলাকা।

শহর কলকাতার (Kolkata) বুকে ফের অগ্নিকান্ড (Fire incident)। এবার বেলেঘাটার (Belaghata) বরফকল এলাকায় দাঁড়িয়ে থাকা ৩টি লরিতে আচমকাই আগুন ধরে যায়। ঘটনাস্থলে দমকলের ৫ টি ইঞ্জিন, আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছেন বিধায়ক পরেশ পাল।

সূত্র মারফত জানা যায় শুক্রবার দুপুরে বেলেঘাটার বরফকল এলাকায় একটি পেট্রল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা ১টি লরিতে হঠাত আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে দাউদাউ করে আগুন ছড়িয়ে পরে। কালো ধোঁওয়ায় ঢেকে যায় গোটা এলাকা। তড়িঘড়ি দমকলে খবর দেওয়া হয়। ইতিমধ্যেই পাশে দাঁড়িয়ে থাকা আরও দুটি লরিতে আগুন ধরে যায়। দমকলের ৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে বলে জানা যাচ্ছে।

বেলেঘাটার বিধায়ক পরেশ পাল (Paresh Paul)ঘটনাস্থলে পৌঁছে সবটা খতিয়ে দেখেন। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। দমকল সূত্রে খবর আগুন পুরোপুরি নিভে না গেলেও আপাতত তা অনেকটাই নিয়ন্ত্রণে।

Previous articleচরম বিদ্যুৎ সঙ্কট! ব্ল্যাকআউটের আশঙ্কা রাজধানী সহ বহু অঞ্চল
Next articleমুদিয়ালি এবং সুবোধ মল্লিক স্কোয়ারে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ