শ্রমিক নয় ‘সাথী’, মে দিবসের শুভেচ্ছায় টুইটে লিখলেন মুখ্যমন্ত্রী

আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এদিন মে দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ-বিদেশ তথা বাংলার সমস্ত শ্রমিকদের ‘সাথী’ বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। টুইটার হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ”আন্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা। আমরা আমাদের শ্রমিক ভাই-বোনেদের জন্য গর্বিত। তাঁরা আমাদের সাথী। দেশ-বিদেশ তথা বাংলার সকল শ্রমিককে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। তাঁদের পরিবারকেও শুভেচ্ছা জানাই।”

 

১৯২৩ সালে ভারতে প্রথম শ্রমিক দিবস পালন হয়েছিল। চেন্নাইতে হিন্দুস্তান লেবার কিষান পার্টি এই দিনটি প্রথম পালন করে। কমিউনিস্ট নেতা মালয়পুরম সিঙ্গারাভেলু চেত্তিয়ার শ্রমিকদের প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ার জন্য পয়লা মে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করার পক্ষে প্রথম সওয়াল করেছিলেন।

আরও পড়ুন- বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে খুন স্বামী! আটক স্ত্রী, গ্রেফতার প্রেমিক

 

Previous articleবিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে খুন স্বামী! আটক স্ত্রী, গ্রেফতার প্রেমিক
Next articleCSK: আগামী বছরও আইপিএলে হলুদ জার্সিতে দেখা যাবে ধোনিকে, জানালেন স্বয়ং মাহি নিজেই