তৃতীয় তৃণমূল সরকারের প্রথম বর্ষপূর্তিতে ‘লক্ষ্মীর ভান্ডার’-এ আরও ২০ লক্ষের অন্তর্ভুক্তি

তৃতীয়বারের তৃণমূল সরকারের প্রথম বর্ষপূর্তিতেই প্রায় ২০ লক্ষ মহিলাকে অন্তর্ভুক্ত করা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। নবান্ন (Nabanna) সূত্রে খবর, ৫ তারিখ হয়ত নেতাজি ইন্ডোর স্টেডিয়াম (Netaji Indoor Stadium) থেকে এই চেক তুলে দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে নারী ও সমাজ কল্যাণ দফতর।

২০২১-এর নির্বাচনী প্রতিশ্রুতি মতো ক্ষমতায় আসার পরেই বাংলার মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করে মমতা। ধীরে ধীরে এই প্রকল্পের আওতায় এসেছেন অংসখ্য মহিলা। BGBS-এর মঞ্চ থেকেও ৫ লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হয়েছে।

নবান্ন সূত্রে খবর, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠানের মঞ্চ থেকেই ২০ লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডারের অন্তর্ভুক্তির কথা ঘোষণা করা হবে। বেশ কয়েকজনের হাতে টাকাও তুলে দেওয়া হবে।

আরও পড়ুন:উত্তরবঙ্গ সফরে শাহ, আমন্ত্রিতের তালিকায় নেই অনন্ত মহারাজ

Previous articleCSK: ম‍্যাচের সেরা হয়েই আরসিবি অধিনায়ককে খোঁচা রুতুরাজের
Next articleরাজপথ আটকে ভোগান্তি বাড়িয়ে, হারের বর্ষপূর্তি পালন বিজেপির