Wednesday, August 27, 2025

রাজ্যের প্রাপ্য রাজস্বে কোপ মেরেই পেট্রোল-ডিজেলে ছাড়: কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যের প্রাপ্য রাজস্বে কোপ মেরেই কেন্দ্রীয় সরকার পেট্রোল-ডিজেলের উপর শুল্ক ছাড়ের ব্যবস্থা করেছে। সোমবার নবান্নে তোপ দেগে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার জ্বালানির শুল্ক কমানোয় রাজ্যের ৬৪১ কোটি টাকা রাজস্ব ক্ষতি হবে। এছাড়া পেট্রোল-ডিজেলে লিটার পিছু ১ টাকা করে সেস চার দিতে রাজ্য সরকারের ৫০০ কোটি টাকা খরচ হয়। কাজেই সব মিলিয়ে এই খাতে রাজ্যের ক্ষতির পরিমাণ ১১৪১ কোটি টাকা হবে বলে তিনি জানান।

মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র এক্সাইজ ডিউটি কমানোয় রাজ্যের ১ টাকা ৮০ পয়সা কমে গিয়েছে। রাজ্য আগে থেকেই লিটারে ১ টাকা সেসে ছাড় দিচ্ছিল। ফলে এখন রাজ্যে পেট্রোলে ২ টাকা ৮০ পয়সা ছাড়। সেই হিসেবে রাজ্যে এখন ডিজেলে লিটারে ২ টাকা ৩ পয়সা ছাড়। এই প্রসঙ্গে দেশের অন্যান্য রাজ্যগুলিতে জ্বালানিতে ছাড়ের সঙ্গে তুলনা করেন তিনি।
• কেরলে পেট্রোলে ২ টাকা ৪১ পয়সা ছাড়
• রাজস্থান পেট্রোলে ২ টাকা ৪৮ পয়সা ছাড়
• মহারাষ্ট্র ২ টাকা ৮ পয়সা ছাড়
• বাংলায় ২ টাকা ৮০ পয়সা ছাড়

কেন্দ্র পেট্রলে ৮ টাকা এবং ডিজেলে ৬ টাকা আন্ত শুল্ক কমিয়েছে। কারণ এই শুল্ক-ছাড়ে রাজ্যেরও ভাগ আছে। নিজেদের প্রাপ্য রাজস্বে যাতে কোপ না পরে এজন্য পরিকল্পিতভাবেই সেস না কমিয়ে আন্তশুল্ক কমানো হয়েছে। তার অভিযোগ কেন্দ্রীয় সরকার রাজ্যকে নিজেদের প্রাপ্য বরাদ্দ থেকে বঞ্চিত করছে। অথচ ২০১৪-১৫ সাল থেকে কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেলের উপর শুল্ক বাবদ ১৮ লক্ষ ২৩ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায় করেছে। অন্যদিকে উজালা যোজনায় রান্নার গ্যাসে ২০০ টাকা ভর্তুকি দেওয়ার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের মুখ্যমন্ত্রী তীব্র সমালোচনা করেছেন।

মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র বাংলার বরাদ্দ পাওনা টাকাও দেয় না। বিজেপি শাসিত রাজ্য যে টাকা পায়, বাংলা তা পায় না।

আরও পড়ুন- তুঘলকি শাসন চালাচ্ছে মোদি-সরকার: বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী

 

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...