বাড়ি ফিরলেন পরেশ, হাজিরা এড়ালেন অনুব্রত, কাল কি যাবেন পার্থ!

গোটা বিষয় নিয়ে কড়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, আয়কর দফতরের কাছে এই তিন নেতা-মন্ত্রীর প্যান কার্ডের নম্বরে কোথায়, কত সম্পত্তি রয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব তার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

এসএসসি (SSC)দুর্নীতি নিয়ে যে অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে, সেই মামলায় সিবিআইয়ের (CBI) জিজ্ঞাসাবাদের পর কোচবিহার ফিরেছেন পরেশ অধিকারী(Paresh Adhikari)। দীর্ঘ সিবিআই জেরার পর পাঁচদিনের মাথায় নিজের বাড়ি মেখলিগঞ্জে ফেরেন মন্ত্রী। আর জেলায় ফিরতেই তাঁকে স্বাগত জানান তাঁর অনুগামীরা। তবে কলকাতা ছাড়লেও, পরেশের উপর থেকে এখনই লাগাম ছাড়ছে না সিবিআই(CBI)। বরং পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee), অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) পাশাপাশি তাঁর আয়কর সংক্রান্ত নথিও গোয়েন্দাদের নজরে রয়েছে।

পাশাপাশি বীরভূমের তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকেও (Anubrata Mondal)রেহাই দিচ্ছেনা সিবিআই। আজ সিবিআই এর পক্ষে সিজিও(CGO complex) কমপ্লেক্সে তাঁকে ডাকা হলেও গরহাজির অনুব্রত। অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি বলে জানিয়েছেন। যদিও তদন্তে সহযো গিতা করতে প্রস্তুত অনুব্রত মণ্ডল। তার আইনজীবী জানিয়েছেন চিকিৎসকের পরামর্শমতো অন্তত ১৫ দিন বাড়িতে বিশ্রামে থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। তাই সিবিআই যদি চায় অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে।

অন্যদিকে প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) আগামীকাল অর্থাৎ ২৫ মে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই । SSC নিয়োগ দুর্নীতি নিয়ে যে অভিযোগ উঠেছে, তার ভিত্তিতেই রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ফের হাজিরা দিতে হবে নিজাম প্যালেসে।

গোটা বিষয় নিয়ে কড়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, আয়কর দফতরের কাছে এই তিন নেতা-মন্ত্রীর প্যান কার্ডের নম্বরে কোথায়, কত সম্পত্তি রয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব তার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।



Previous articleব্যারাকপুর পৌঁছনোর আগেই শুভেন্দুর গাড়ির টায়ার পাংচার হবে! কেন এমন বললেন মদন?
Next articleমহানগরীর বুকে পাখিদের বাসা নিয়ে এক অভিনব কর্মশালার আয়োজন