শ্রকিকরা বলছেন, নেতারা শুনছেন! অভিষেকের সমাবেশের আগে হলদিয়ায় অভিনব কর্মশালা তৃণমূলের

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই কর্মশালার সূচনা হয়। প্রারম্ভিক ভাষণ দেন INTTUC রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তবে এই কর্মশালা একেবারেই অভিনব। যেখানে শ্রকিকরা বলছেন, নেতারা মনোযোগ দিয়ে শুনছেন!

প্রকৃত অর্থেই রাজ্যের শাসক দল তৃণমূল “শ্রমিক বন্ধু”। শনিবার হলদিয়ার রানীচকের সংহতি ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক সমাবেশের আগে “শ্রমিক বন্ধু”
ভাবমূর্তিকে আরও দৃঢ়ভাবে তুলে ধরতে আজ, শুক্রবার এক অভিনব কর্মসূচির আয়োজন করেছে তমলুক ও কাঁথি সাংগঠনিক জেলা INTTUC নেতৃত্ব। হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে
কুমার চন্দ্র জানা অডিটোরিয়ামের শ্রমিকদের নিয়ে এই কর্মশালা করছে তৃণমূল নেতৃত্ব। যেখানে উপস্থিত রয়েছেন
INTTUC রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী মলয় ঘটক, সৌমেন মহাপাত্র, অখিল গিরি, বেচারাম মান্না, রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সহ রাজ্য ও স্থানীয় নেতৃত্ব।

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই কর্মশালার সূচনা হয়। প্রারম্ভিক ভাষণ দেন INTTUC রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তবে এই কর্মশালা একেবারেই অভিনব। যেখানে শ্রকিকরা বলছেন, নেতারা মনোযোগ দিয়ে শুনছেন! শুধু শোনাই নয়, শ্রমিক প্রতিনিধিদের বক্তব্য, অভাব, অভিযোগ, সমস্যা থেকে শুরু করে সবকিছুই এই কর্মশালায় হাজির নেতারা নোট করছেন। আগামিদিন শ্রমিকদের বক্তব্যের নির্যাস তুলে দেওয়া হবে শীর্ষ নেতৃত্বের হাতে। শ্রমিক স্বার্থে এই ভাবনা এর আগে আর কোনও রাজনৈতিক দল নেয়নি বলেই দাবি সংশ্লিষ্ট মহলের। আগে নেতারা নির্দেশ দিতেন, তা পালন করতে হতো শ্রমিকদের। সেই মিথ কার্যত ভেঙে দিয়ে শ্রমিকদের মতামতকেই অগ্রাধিকার দিতে চায় তৃণমূল।

আরও পড়ুন: এসএসসি-দুর্নীতি মামলা: সিবিআইয়ের পর এবার ইডির হস্তক্ষেপ

আগামিদিনে রাজ্যে শ্রমিকদের ভূমিকা কী হবে, তা নিয়ে শুধু নেতারা নয়, এই কর্মশালায় শ্রমিকদের মতামতকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। এই মঞ্চ থেকেই তৃণমূল বার্তা দিতে চলেছে যে শিল্প বিরোধ আন্দোলনে সমর্থন করবে না রাজ্যের শাসক দল । বরং এ রাজ্যে শ্রমিক সংগঠন হিসাবে INTTUC শিল্প সহায়ক ভূমিকা পালন করবে। শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনওভাবেই শিল্পক্ষেত্রে জুলুমবাজি, তোলাবাজি চলবে না। এমনকী শিল্প এবং শ্রমিক স্বার্থবিরোধী অংশকে সংগঠন থেকে ছেঁটে ফেলা হবে।

অন্যদিকে, রাত পোহালেই রানীচকের সংহতি ময়দানে ঐতিহাসিক শ্রমিক সমাবেশ করতে চলেছে তৃণমূলের শ্রমিক সংগঠন। সমাবেশের মূলবক্তা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শ্রমিক সমাবেশ হলেও অভিষেকের এই সভা যে জনসভার রূপ নিতে চলেছে, সেটা শুধু হলদিয়া শিল্পতালুক নয়, গোটা পূর্ব মেদিনীপুর জেলা ঘুরলেই বোঝা যাবে। জেলা তৃণমূল নেতৃত্ব ও শ্রমিক সংগঠনের দাবি, লক্ষাধিক মানুষের সমাগম হতে চলেছে রানীচকে। কলকাতা থেকে হলদিয়া আসার পথে কোলাঘাট ব্রিজে উঠলেই সেই ছবি স্পষ্ট। হলদিয়া সহ গোটা জেলা জুড়ে তৃণমূলের ফ্ল্যাগ-ফেস্টুন-ব্যানারে মুড়ে ফেলা হয়েছে। সাধারণ মানুষের মধ্যেও অভিষেকের সভাকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। অভিষেকের আসার অপেক্ষায় এখন প্রহর গুনছে হলদিয়াবাসী।

Previous articleএসএসসি-দুর্নীতি মামলা: সিবিআইয়ের পর এবার ইডির হস্তক্ষেপ
Next articleসিবিআই দফতরে হাজিরা দিলেন না শওকত-অনুব্রত