পল্লবী- বিদিশার পর ঝুলন্ত দেহ উদ্ধার অভিনেত্রী মঞ্জুষার

অভিনেত্রী পল্লবী দে, মডেল বিদিশা দে মজুমদারের পর এ বার আরও এক অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর (Manjusha Niyogi) ঝুলন্ত দেহ উদ্ধার হল। অভিনেত্রীর পাটুলির (Patuli) বাড়ি থেকে উদ্ধার হয়েছে তাঁর মৃতদেহ। জানা গিয়েছে, বিদিশার ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন মঞ্জুষা নিয়োগী। বিদিশার মৃত্যুর পরেই হতাশায় ভুগছিলেন মঞ্জুষা এমনটাই দাবি তাঁর মায়ের।

মঞ্জুষা (Manjusha Niyogi) বহুদিন ধরেই একটি টিভি চ্যানেলে ধারাবাহিকে অভিনয় করতেন। একই সঙ্গে তিনি থিয়েটারেও অভিনয় করতেন। বিদিশার মৃত্যুর ঠিক দু’দিনের মাথায় তাঁর বন্ধু মঞ্জুষার মৃতদেহ মিলল ঝুলন্ত অবস্থায়। এই ঘটনার মধ্যে কোনও যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ (Police)।

আরও পড়ুন: কেউ কিনতে চাইছে না, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন বিক্রির সিদ্ধান্ত রদ করল কেন্দ্র

দিন ১৩ আগে গরফায় পল্লবী দের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। গত বুধবার মডেল বিদিশার ঝুলন্ত দেহ উদ্ধার হয় নাগেরবাজার থেকে। দু’টি ঘটনাতেই মৃ্ত্যুর পিছনে ব্যক্তিগত সম্পর্কের কথা সামনে এসেছে। মঞ্জুষা নিয়োগীর মৃত্যুর পিছনেও তেমন কোনও ঘটনা রয়েছে কি না, তা দেখছে পুলিশ। তবে বাংলা বিনোদন দুনিয়ায় পরপর এতজনের মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন উঠছে।

শ্বশুরবাড়ি খুব ভালো বলে জানাচ্ছেন মঞ্জুষার মা। বিয়ের পরও নিজের কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। ছোটপর্দার ধারাবাহিকে ছোট ছোট চরিত্রে অভিনয় করে নিজেকে দর্শকদের পরিচিতি পান মঞ্জুষা। তবে মূলত মডেল হিসেবেই নিজের কেরিয়ারের পথে এগিয়ে চলেছিলেন। কিন্তু হঠাৎই থামল সব।