ট্রেন বাতিল কাটোয়া-ব্যান্ডেল শাখায়, চরম ভোগান্তির যাত্রীদের

নবদ্বীপ স্টেশনে (Nabadwip Station)ফুট ওভারব্রিজ তৈরির জন্য আজ কাটোয়া (Katwa)-ব্যান্ডেল (Bandel)রুটে ৫ জোড়া স্পেশাল ট্রেন বাতিল করল পূর্বরেল (Eastern Railway)। ট্রেন বন্ধের কথা জানা না থাকায় চূড়ান্ত ভোগান্তির শিকার হলেন বহু যাত্রী। কাটোয়া থেকে ত্রিবেণী যাওয়ার ট্রেন বন্ধ থাকায় অপেক্ষা ছাড়া গতি নেই যাত্রীদের।মালদা (Malda),মুর্শিদাবাদ (Murshidabad)থেকে যাত্রীরা এসেছেন হাওড়া (Howarh)যাওয়ার উদ্দেশে। কাটোয়া থেকে ত্রিবেণী যাওয়ার ট্রেন বন্ধ থাকায় অপেক্ষা ছাড়া গতি ছিলনা যাত্রীদের। কালনা স্টেশনের ছবিটাও এক।

পূর্ব রেল আগেই ঘোষণা করেছিল, আজ ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত কাটোয়ার ওপর দিয়ে কোনও ট্রেন যাবে না। দুপুর ৩টের আগে ত্রিবেণী থেকে কোনও ট্রেন কাটোয়ায় ঢুকবে না। রবিবার কাটোয়া-ব্যান্ডেল রুটে প্রথম ট্রেন চলবে দুপুর ১টায়। ত্রিবেণী থেকে কাটোয়া লোকাল ছাড়বে দুপুর ৩টে ১০-এ। সোমবার দুপুর ৩টের পর থেকে কাটোয়া-ব্যান্ডেল লাইনে রেলের পুরনো সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল করবে।

আরও পড়ুন- অনুব্রত-ঘনিষ্ঠ আউশগ্রামের নেতা অরূপ মিদ্যাকে  সিবিআই তলব

Previous articleঅনুব্রত-ঘনিষ্ঠ আউশগ্রামের নেতা অরূপ মিদ্যাকে  সিবিআই তলব
Next article১০ মিনিটে পিৎজা ডেলিভারি! প্রশ্ন তুললেন  সাংসদ মহুয়া মৈত্র