মানিক সাহা বামপন্থী পরিবারের: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রসঙ্গে চাঞ্চল্যকর দাবি মানিক সরকারের

বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হলেও মানিক সাহা(Manik Shah) বামপন্থী পরিবারের সন্তান। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর দাবি করলেন সিপিএমের(CPIM) পলিটব্যুরো সদস্য তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার(Manik Sarkar)। রাজ্যের বিরোধী দলনেতার এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই ত্রিপুরা(Tripura) রাজনীতিতে গুঞ্জন শুরু হয়েছে।

শনিবার সিটুর সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার বড় ভাই তথা ব্যবসায়ী রতন সাহা সিপিএমের সক্রিয় সদস্য। সিপিএম তাকে আগরতলা পুরনিগমের মনোনীত কাউন্সিলার বানিয়েছে। এখনও রতন সাহার পার্টির সদস্যপদ রয়েছে।” শুধু তাই নয় মানিক সরকার আরও বলেন, বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যে ব্যাপক দুর্নীতি হয়েছে। তা না হলে ত্রিপুরায় কোনও গণতান্ত্রিক পরিবেশ ছিল না। সরকার বাঁচাতেই মুখ্যমন্ত্রী মুখে বদল আনা হয়েছে। তবে কী কারণে বিপ্লব দেবকে সরানো হয়েছে তা স্পষ্ট করার জন্য দাবি জানিয়েছেন মানিকবাবু। যদিও এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জানান, বিজেপিতে ব্যক্তি নয়, দলই বড়।




Previous articleফলহারিণী কালীপুজোয় ভক্তদের ভিড় তারাপীঠ মন্দিরে
Next articleRajasthan Royals: শেন ওয়ার্নের জন‍্য ট্রফি জিততে চাই, বললেন রাজস্থান অধিনায়ক