‘লাদেন সেরা ইঞ্জিনিয়ার’, অফিসে জঙ্গির ছবি লাগিয়ে সাসপেন্ড যোগী রাজ্যের আধিকারিক

গোটা বিশ্বে সন্ত্রাসের অন্যতম নাম ওসামা বিন লাদেনের ছবি উত্তরপ্রদেশে সরকারি বিদ্যুৎ বন্টন সংস্থার অফিসে(Electric Supply Office)। শুধু তাই নয়, এই ছবির সঙ্গে লেখা ‘সম্মানীয় ওসামা বিন লাদেন(Osama bin Laden)। বিশ্বের শ্রেষ্ঠ জুনিয়র ইঞ্জিনিয়ার।’ আর এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি ওই সংস্থার সংশ্লিষ্ট আধিকারিককে সাসপেন্ড করল উত্তরপ্রদেশ সরকার। যদিও নিজের সপক্ষে ওই আধিকারিকের দাবি, ‘যে কেউ যে কারোর আদর্শ হতেই পারে।’

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের দক্ষিণাঞ্চল বিদ্যুৎ বিতরণ নিগম লিমিটেড সংস্থার (VVNL) সাব-ডিভিশনাল অফিসার রবীন্দ্র প্রকাশ গৌতম। তাঁর অফিসের তিনি ঝুলিয়ে রেখেছিলেন লাদেনের ছবি। আর এই ছবির সঙ্গে লেখা ছিল “বিশ্বের শ্রেষ্ঠ জুনিয়র ইঞ্জিনিয়ার”। আর এই ছবি সম্প্রতি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। এর পরই শুরু হয় বিতর্ক। বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসেন ওই সংস্থার উচ্চপদস্থ কর্তারা। তড়িঘড়ি সাসপেন্ড করা হয় ওই অফিসারকে। এ প্রসঙ্গে ওই জেলার জেলাশাসক সঞ্জয়কুমার সিং জানান, “দক্ষিণাঞ্চল বিদ্যুৎ বিতরণ নিগম লিমিটেড সংস্থার ম্যানেজিং ডিরেক্টর গৌতমকে সাসপেন্ড করেছেন। পাশাপাশি গোটা বিষটি তদন্ত করে দেখার নির্দেশও দিয়েছেন।” পালটা ওই সরকারি আধিকারিকের দাবি, যে কেউ আমার আদর্শ হতেই পারে। ওসামা বিশ্বের শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার ছিলেন। একটা ছবি সরানো হয়েছে তো কি, আমার কাছে আরও ছবি আছে।”




Previous articleপরীক্ষা ছাড়াই নিয়োগ! কল্যাণী এইমসে বিজেপি সাংসদের সুপারিশে চাকরির পাইয়ে দেওয়ার অভিযোগে শুরু CID তদন্ত
Next articleকাশ্মীরে ব্যাঙ্ক ম্যানেজারকে গুলি করে খুন করল জঙ্গিরা